সিআইডি সূত্রে খবর, বনগাঁর গোপালনগরে একটি পেট্রল পাম্প থেকে গ্রেফতার হয় মূল পান্ডা-সহ চার অভিযুক্ত। ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারাল হাঁসুয়া-সহ একাধিক অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বিশ্বজিৎ অধিকারী এই চক্রের মূল পান্ডা বলে জানা যাচ্ছে। যার বিরুদ্ধে আগে খুন, ডাকাতি-সহ একাধিক মামলা রুজু হয়েছে। সুরজিৎ চৌধুরী, প্রসেনজিৎ দে, সুবীর রায়ও রয়েছে ধৃতদের তালিকায়। খুন, ডাকাতি-সহ একাধিক অসামাজিক কাজে লিপ্ত ছিল এই চক্রের মূল পান্ডা।
advertisement
সূত্রের খবর, কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় সোনার দোকানে ডাকাতি হয়েছিল। দুষ্কৃতীরা গুলি করতে করতে পালায়। সেই ফুটেজ দেখে কয়েকজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার সঙ্গে এই ধৃতদের গ্যাংয়ের যোগ আছে কিনা খতিয়ে দেখছে সিআইডি। রানাঘাট, পুরুলিয়া-সহ একের পর এক জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে। কলকাতা পুলিশের আধিকারিকরা, সোনার দোকানে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তা বাড়ানো উপর বাড়তি নজরদারির জন্য গুরুত্ব দিতে বলা হয়।