বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য সচিব।ইতিমধ্যেই জল ছাড়ছে ডিভিসি। পাশাপাশি আরও একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর সহ একাধিক দফতরকে।
ইতিমধ্যেই ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে জেলাশাসকদের মুখ্যসচিব।জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলেছে নবান্ন। জেলাশাসকদের সব ছুটি বাতিল করা হয়েছে শনিবার। বদলে ডাকা হল বৈঠক।
advertisement
আরও পড়ুন- বিমানবন্দরে জলস্রোত! যেন নদীতে দাঁড়িয়ে বিমান, কলকাতা বিমানবন্দরের ভিডিও দেখলে চমকাবেন
বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্ন সূত্রে। ত্রান সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। কী পরিস্থিতি হচ্ছে লাগাতার বৃষ্টির জেরে? কোথায় কত জল জমছে? নদীগুলিতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে? প্রতিমুহূর্তে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। বিপর্যয় মোকাবিলা করার নানা উপায় নিয়ে কথা হবে শনিবারের বৈঠকে।