TRENDING:

Junior doctors meeting at Nabanna: অনড় জুনিয়র চিকিৎসকরা, ধৈর্য রাখছে রাজ্য! সন্ধে সাড়ে ৬টায় ফের বৈঠকে ডাক

Last Updated:

জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিল রাজ্য সরকার৷ গতকাল রাতেই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, সব দাবি পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না৷ নিজেদের সিদ্ধান্তর কথা ই মেল করে রাজ্য সরকারকে জানিয়েওছিলেন তাঁরা৷ নতুন করে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা৷
ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকল রাজ্য সরকার৷
ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকল রাজ্য সরকার৷
advertisement

জুনিয়র চিকিৎসকদেকর পক্ষ থেকে এই ই মেল পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার জবাব দেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ সেই ই মেলে জুনিয়র চিকিৎসকদের সন্ধে সাড়ে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে এ দিনের বৈঠকে সম্ভবত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত, কিন্তু এবার কাজে ফিরুন’, #JusticeforRGKar ব্যবহার করে নিরাপত্তা-আশ্বাস অভিষেকের

advertisement

গত সোমবার কালীঘাটের বৈঠকে কলকাতার পুুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সহ জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি মেনে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর আশা করা হয়েছিল চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিতে পারেন৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতেও জুনিয়র চিকিৎসকরা আইনজীবীর মাধ্যমে জানান, তাঁরা কাজে ফিরতে আগ্রহী৷ কিন্তু মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন, বেশ কিছু দাবি এখনও পূরণ না হওয়ায় তাঁদের আন্দোলন চলবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি মানেনি রাজ্য৷ তাছাড়াও, সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও তার খুঁটিনাটি বিষয় নিয়ে ধোয়াঁশা রয়েছে৷ এ ছাড়াও রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা চান তাঁরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior doctors meeting at Nabanna: অনড় জুনিয়র চিকিৎসকরা, ধৈর্য রাখছে রাজ্য! সন্ধে সাড়ে ৬টায় ফের বৈঠকে ডাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল