TRENDING:

'CAA-NRC প্রত্যাহার করতে বলেছি,' মোদির সঙ্গে বৈঠক শেষে বললেন মমতা

Last Updated:

বৈঠক শেষে মমতা জানান, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ সেই বকেয়া টাকা দাবি করেছেন তিনি৷ একই সঙ্গে সিএএ ও এনআরসি নিয়েও মোদির কাছে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২২ মিনিট চলে বৈঠক৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ মোদির সঙ্গে বৈঠক করতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে মমতা জানান, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ সেই বকেয়া টাকা দাবি করেছেন তিনি৷ একই সঙ্গে সিএএ ও এনআরসি নিয়েও মোদির কাছে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement

এ দিন বৈঠক শেষে মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে৷ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমি আগেও দেখা করেছি৷ এটা সাংবিধানিক অধিকার৷ আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আমার অতিথি, তবু বলছি, আপনি সিএএ, এনআরসি নিয়ে আপনারা ভাবনাচিন্তা করুন৷ আমরা চাই প্রত্যাহার করুন৷ সিএএ, এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চলবে৷'

advertisement

একই সঙ্গে রাজ্যের দাবিদাওয়া নিয়েও মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মমতা৷ বলেন, 'কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ২৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি বাবদ আরও ৭ হাজার কোটি টাকা পাওনা৷ সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা৷'

সিএএ, এনআরসি নিয়ে যখন দেশ তোলপাড়, তখন মোদি ও মমতার বৈঠককে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা৷ সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের কথায়, 'সারদা, নারদা মামলা থেকে বাঁচার কৌশল মমতার এই বৈঠক৷'

advertisement

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কটাক্ষ, মমতার আসল চেহারা উঠে আসুক৷ অধীরের কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা উঠে আসুক৷ মোদির জন্য সময় বের করেন মমতা৷ সাম্প্রদায়িকতা বিরোধের সময় নেই৷ আসলে মোদিকে দরকার মমতার৷ সাম্প্রদায়িকতা বিরোধী জোট চান না মমতা৷'

দিল্লিতে সিএএ-এনআরসি নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির ডাকে বিরোধী জোটের বৈঠকে যাবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১৩ জানুয়ারি দিল্লিতে ওই বৈঠকে যোগ দিতে ১২ জানুয়ারি মমতার দিল্লি যাত্রা নির্ধারিত ছিল। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, তিনি ওই বৈঠকে যাবেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাজারদুয়ারি এলে কেন গাইড নেওয়া প্রয়োজন, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'CAA-NRC প্রত্যাহার করতে বলেছি,' মোদির সঙ্গে বৈঠক শেষে বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল