প্রখ্যাত প্রবীণ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি’র অসুস্থতা ও আর্থিক সমস্যার খবর পেয়ে তিনি স্বশরীরে উপস্থিত হতে না পারলেও নির্দেশ দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। সুপ্রকাশ বাবুর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ও সরকারি সহযোগিতা নিয়ে পাশে থাকার নির্দেশ দেন মমতা।
আরও পড়ুন: মেস থেকে উদ্ধার যাদবপুরের ছাত্রের দেহ! পরীক্ষার পর বাড়ি যাওয়া আর হল না
advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাসরা সুপ্রকাশ বাবুর বাড়িতে গিয়ে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা পৌঁছে দেন। এর পাশাপাশি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে ব্যাক্তিগত সঞ্চয় থেকে ১লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে এবং বলেন সুপ্রকাশ বাবুর জন্য অর্থ সংগ্রহ করতে তিনি ‘পারিশ্রমিকহীন’ সঙ্গীত অনুষ্ঠান করবেন। মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে একজন সঙ্গীত শিল্পী হিসেবেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে কে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: মধ্যমগ্রামে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ! গ্রেফতার ভুয়ো চিকিৎসক
অসুস্থ সুপ্রকাশ বাবু এমন ভরসার হাত পেয়ে কৃতজ্ঞতা দেখাতে কোনোরকম কার্পণ্য করেন নি। আবেগপ্রবণ হয়ে সুপ্রকাশবাবু জানান, জীবনভর মনে রাখবেন স্নেহময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ।