কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এই লগইন আই.ডি চাওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। এই লগইন আই.ডি সরাসরি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন: নাম ঠিক করেছেন খোদ মমতা! কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল, বড় চমক শাসক দলের
মূলত এই আধিকারিকদের লগইন আইডি কেউ ইচ্ছামতো ব্যবহার করে নাম তোলা বা নাম বাদ দেওয়ার কাজ করছে নাকি তা দেখতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি কোন জেলায় কেউ এই লগইন আই.ডি যদি ব্যবহার করেন তার অভিযোগ পাওয়া মাত্রই যদি দ্রুত তদন্ত করতে সুবিধা হবে।
advertisement
সেই কারণেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এই লগইন আই.ডি চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সম্প্রতি কাকদ্বীপে জয়েন্ট বিডিও-এর মোবাইল নম্বর বদল করে নিজের মোবাইল নম্বর নথিভুক্ত করেছিলেন অভিযুক্ত মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার। তাই এবার এই পদক্ষেপের পথেই হাঁটছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।