TRENDING:

Crime News: ম্যাজিক কালি দিয়ে চেকে টাকার অঙ্ক বসিয়ে প্রতারণা, ফাঁকা হয়ে গেল অ্যাকাউন্ট

Last Updated:

বৃহস্পতিবার সকালে অভিষেক জানতে পারে ,তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫১২২০ কোটি টাকা গায়েব হয়ে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লরির বিজ্ঞাপন দিয়ে প্রতারিত হুগলির যুবক।ভোডাফোন কোম্পানিতে লরি ভাড়া নেবে বলে কলকাতায় ডেকে প্রতারণা। তার কাছ থেকে ২৯ অগাস্ট চুক্তির নাম করে ১২২০ টাকার চেক নেয়। ১ সেপ্টেম্বর সকালে অভিষেক মূলা নামে ওই প্রতারিত ব্যক্তি দেখেন তার অ্যাকাউন্ট থেকে ৫১২২০ টাকা গায়েব।
Cheaters frauded by using magic ink
Cheaters frauded by using magic ink
advertisement

অভিযোগ পেয়ে ভবানীপুর থানা তদন্তে নেমেছে।  হরিপালের এক গাড়ি ব্যবসায়ী অভিষেক মুলা। তিনি লকডাউন থেকে তার ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া দুটি গাড়ি চালাতে পারছিলেন না। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় লরি দুটির বিক্রির বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেওয়ায় কাল হয় অভিষেকের।  অভিষেকের কলার বোন ভেঙে যাওয়ার জন্য এক মাসের বেশি বাড়িতেই ছিলেন। এমন সময় ভোডাফোন কোম্পানির প্রতিনিধি পরিচয় জয় ভারতী নামে এক ব্যক্তি ফোনে যোগাযোগ করে ওর সঙ্গে।

advertisement

জয় ফোনে প্রলোভন দেয়, লরি দুটি বিক্রি না করে ভোডাফোন কোম্পানিতে ভাড়া খাটাতে। গাড়ির তেল ছাড়া এক লক্ষ টাকা করে vodafone কোম্পানি দেবে জানায়। সেই কথা শুনে অভিষেক রাজি হয়ে যায় গাড়ি ভাড়া দেওয়ার জন্য।  কথা মত ২৯ অগাস্ট কোম্পানির সঙ্গে চুক্তি নামার জন্য ভবানীপুরে ডেকে পাঠায় অভিষেককে। ওখান থেকে আবার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালের সামনে ডাকা হয়। অভিষেককে একটি ব্ল্যাঙ্ক সই করা  চেক আনতে বলে।

advertisement

ওই হাসপাতালের সামনে যাওয়ার পরেই অভিষেকের কাছ থেকে চেক নিয়ে নেওয়া হয় এবং নিজের হাতে এক হাজার দুশো কুড়ি টাকা চুক্তির জন্য লাগবে বলে লিখে নেয় চেকে। অফিস বন্ধের কথা জানিয়ে ওই চেক নিয়ে প্রতারক চলে যায়। তারপরে দু-দিন ফোনে কথা চলছিল দুজনের।  বৃহস্পতিবার সকালে অভিষেক জানতে পারে ,তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫১২২০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। তারপর ওই প্রতারকের সঙ্গে যোগাযোগ করলেও সে আর ফোন ধরেনি। অবশেষে, অভিষেক ভবানীপুর থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ ওর অভিযোগ অনুযায়ি তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি প্রতারক খুব তাড়াতাড়ি গ্রেফতার হবে।

advertisement

SHANKU SANTRA

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: ম্যাজিক কালি দিয়ে চেকে টাকার অঙ্ক বসিয়ে প্রতারণা, ফাঁকা হয়ে গেল অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল