অধ্যক্ষের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। অভিযোগ খতিয়ে দেখতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার কলেজ খুললেও রাজনৈতিক কারণে পরিবেশের কোনও বদল হয়নি।
নিয়ম মেনে ছাত্র ভর্তির প্রক্রিয়া অনেকেই ভালভাবে মেনে নিতে পারছেন না। তাই প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষের।
বৃহস্পতিবার পুলিশি ঘেরাটোপে ক্লাস শুরু হয়। তবে উপস্থিতির হার ছিল কম। কলেজে এই রাজনৈতিক লড়াই মেটাতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে শিক্ষাদফতর। অধ্যক্ষের অভিযোগে সমর্থন জানিয়েছেন অধ্যাপকরাও। বিভিন্ন ভাবে বারেবারেই এই কলেজের ছাত্র সংসদ থেকে পরিচালন সমিতি, প্রত্যেকের বিরুদ্ধেই রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। শিক্ষার থেকে এই কলেজে গুরুত্ব পেয়েছে গোষ্ঠীবাজি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2018 3:33 PM IST