TRENDING:

ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পরেই ছাত্র সংসদের গণ্ডগোল বেড়েছে , অভিযোগ চারুচন্দ্রের অধ্যক্ষের

Last Updated:

চারুচন্দ্র কলেজে ছাত্র ও শিক্ষকের রাজনৈতিক দ্বন্দ্বের ছবিটা আবারও স্পষ্ট হয়ে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চারুচন্দ্র কলেজে ছাত্র ও শিক্ষকের রাজনৈতিক দ্বন্দ্বের ছবিটা আবারও স্পষ্ট হল। এবার সংবাদমাধ্যমের সামনেই অধ্যক্ষ সত্রাজিৎ ঘোষের বিস্ফোরক অভিযোগ, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা এনেছেন বলেই ঘুরপথে গন্ডগোল করছে ছাত্র সংসদ।
advertisement

অধ্যক্ষের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। অভিযোগ খতিয়ে দেখতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার কলেজ খুললেও রাজনৈতিক কারণে পরিবেশের কোনও বদল হয়নি।

নিয়ম মেনে ছাত্র ভর্তির প্রক্রিয়া অনেকেই ভালভাবে মেনে নিতে পারছেন না। তাই প্রশাসনিক কাজে বাধা দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ অধ্যক্ষের।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবার পুলিশি ঘেরাটোপে ক্লাস শুরু হয়। তবে উপস্থিতির হার ছিল কম। কলেজে এই রাজনৈতিক লড়াই মেটাতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে শিক্ষাদফতর। অধ্যক্ষের অভিযোগে সমর্থন জানিয়েছেন অধ্যাপকরাও। বিভিন্ন ভাবে বারেবারেই এই কলেজের ছাত্র সংসদ থেকে পরিচালন সমিতি, প্রত্যেকের বিরুদ্ধেই রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। শিক্ষার থেকে এই কলেজে গুরুত্ব পেয়েছে গোষ্ঠীবাজি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পরেই ছাত্র সংসদের গণ্ডগোল বেড়েছে , অভিযোগ চারুচন্দ্রের অধ্যক্ষের