TRENDING:

বড়দিনে পথ শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন শহরের এই কলেজ পড়ুয়ারা

Last Updated:

দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে হাজির হয়েছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যাপিকাদের সঙ্গে NSS ইউনিটের স্বেচ্ছাসেবকরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ বড়দিন ৷ শহরে ক্রিসমাস কার্নিভাল শুরু হয়ে গিয়েছে বেশ ক’দিন আগের থেকেই ৷ বড়দিনের উৎসবে মেতেছে শহরবাসী ৷ পার্ক স্ট্রিট থেকে ইকো পার্ক ৷ চিড়িয়াখানা থেকে নিকো পার্ক, সর্বত্রই এদিন মানুষের ঢল নেমেছে ৷ কিন্তু শহরের দুঃস্থ শিশুরা, তাদের কী অবস্থা ? তাদের তো বড়দিনের উৎসবে মাতার মতো সামর্থ্য বা সুযোগ কোনওটাই নেই ৷ কিন্তু এই শিশুদের মুখেই হাসি ফোটাতে হাজির হয়েছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যাপকদের সঙ্গে কলেজের National Service Scheme (NSS) ইউনিটের স্বেচ্ছাসেবকরা ৷ পথের শিশুদের হাতে শীতবস্ত্র থেকে শুরু করে খেলার সামগ্রী তুলে দেওয়া হয় ৷ তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চারুচন্দ্র কলেজের অধ্যাপিকা নুপুর রায় বলেন, ‘‘ আজ যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কলেজের NSS ইউনিটের পক্ষ থেকে পথশিশু ও তাদের পরিবারদের সাহায্যের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ যীশুখ্রিস্টের অন্যতম দূত ‘স্যান্টাক্লজ’ রুপে তাদের শীতবস্ত্র প্রদান, শিশুদের খেলার কিছু সামগ্রী এবং তাদের জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। আমাদের সঙ্গে এই শিশুরাও যাতে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে পারে, তার জন্যই এই উদ্যোগ। আগামীদিনেও সকলের সাহায্য নিয়ে আমরা এই কাজ চালিয়ে যেতে চাই ৷ ’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বড়দিনে পথ শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন শহরের এই কলেজ পড়ুয়ারা