বিজেপির কর্মী-সমর্থকদের তাণ্ডবে রণক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। হামলা চালানো হয় বিদ্যাসাগর কলেজেও ৷ পড়ুয়াদের অভিযোগ, গেট ভেঙে ইট, বাঁশ নিয়ে কলেজে ঢুকে আসে এক দল বহিরাগত ৷ ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি ৷ কলেজ জুড়ে চলে তাণ্ডবলীলা ৷ ভাঙচুর করা হয় কলেজের দরজা, আসবাবপত্র ৷ কলেজের নথি, ল্যাপটপ লোপাটের অভিযোগ ৷ কলেজের সামনে রাখা এক তৃতীয় বর্ষের পড়ুয়ার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় যখন টালিগঞ্জের জনসভায় তখন সেই খবর তাঁর কাছে পৌঁছয়। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে হামলা করার মতো বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, ‘বাংলার মণীষীদের গায়ে হাত দিলে ছাড়ব না,ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব ৷ বিদ্যাসাগর কলেজে হামলা করেছে বিজেপি ৷ কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে ৷ বিজেপির এই হামলা বাংলার লজ্জা ৷ এই অন্যায়ের কোনও ক্ষমা নেই ৷’
এখানেই শেষ নয়, তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘কোটি কোটি টাকা দিয়ে মিছিল হচ্ছে ৷ সব অভিযোগ জানানো হবে ৷ পুলিশ কেন মিছিলের অনুমতি দিল? আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ বহিরাগত এনে রোড শো করছে বিজেপি ৷বাংলায় বহিরাগত ঢুকিয়েছে বিজেপি ৷ উত্তরপ্রদেশ,ঝাড়খণ্ডের লোক আনা হয়েছে ৷ বিভিন্ন হোটেলে লোক ঢুকিয়েছে বিজেপি ৷ সব জায়গায় তল্লাশি চালানো হোক ৷’
এরপর, বিজেপির মিছিল যত এগিয়েছে পরিস্থিতি ততই অগ্নিগর্ভ হয়েছে। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো বেনজির ছবিও দেখতে হয়েছে গোটা রাজ্যকে।