TRENDING:

তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য দফতর

Last Updated:

সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ ৷ এই নিয়ে বেশ চিন্তিত ওয়াকিবহাল মহল ৷ তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে শিশুরা বলে অনুমান করা হচ্ছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই চিন্তিত সব মহলই ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে (Coronavirus 2nd Wave) নাভিঃশ্বাস উঠছে গোটা দেশের। এবার সেই মারণ ভাইরাসের থাবা পড়তে চলেছে শিশুদের উপরে ৷ তাই আগে থেকেই একাধিক সতর্কতা মেনে চলতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷
advertisement

তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় দেহে করোনা প্রতিরোধ গড়ে তুলতে শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য দফতর৷ ১-১২ বছর বয়সী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি শিশুর সঙ্গে হাসপাতালে যিনি থাকবেন, তাঁর‌ও দু’বেলার খাবার হাসপাতাল থেকে দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন ৷

advertisement

খাদ্য তালিকায় পাঁউরুটি, ডিম সেদ্ধ, কলা, মাছ, মুরগির মাংস, ভাত, ডাল, শাক সবজি, ফল, দই,সুজি রাখা হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোর মরসুমে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর এই তৃতীয় ঢেউরে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ এখনও তাদের টিকার আওতায় আনা যায়নি। ফলে গোটা দেশজুড়ে শিশুদের স্বাস্থ্য পরিষেবা কাঠামো বাড়ানোর বিষয়ে নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যাতে তাদের টিকাকরণ শুরু করে দেওয়া যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল