তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় দেহে করোনা প্রতিরোধ গড়ে তুলতে শিশু রোগীদের খাদ্য তালিকা বদল করল স্বাস্থ্য দফতর৷ ১-১২ বছর বয়সী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ক্যালোরি যাতে থাকে, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় তা নিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি শিশুর সঙ্গে হাসপাতালে যিনি থাকবেন, তাঁরও দু’বেলার খাবার হাসপাতাল থেকে দেওয়ার কথা বলেছে স্বাস্থ্য ভবন ৷
advertisement
খাদ্য তালিকায় পাঁউরুটি, ডিম সেদ্ধ, কলা, মাছ, মুরগির মাংস, ভাত, ডাল, শাক সবজি, ফল, দই,সুজি রাখা হয়েছে ৷
স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোর মরসুমে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ। আর এই তৃতীয় ঢেউরে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা শিশুদের, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। কারণ এখনও তাদের টিকার আওতায় আনা যায়নি। ফলে গোটা দেশজুড়ে শিশুদের স্বাস্থ্য পরিষেবা কাঠামো বাড়ানোর বিষয়ে নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যাতে তাদের টিকাকরণ শুরু করে দেওয়া যায়।