TRENDING:

সেই 'আজাদ হিন্দ সঙ্ঘ' পুনরুদ্ধার করতে চলেছেন চন্দ্র বসু

Last Updated:

চন্দ্র বসু জানান, শরত্‍চন্দ্র বসুর ছেলে ও সুভাষচন্দ্র বসুর ভাইপো অমিয়নাথ বসু ১৯৭১ সালে একটি দল গঠন করেন৷ এই দলের নাম ছিল আজাদ হিন্দ সঙ্ঘ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজাদ হিন্দ সঙ্ঘকে পুনরায় গড়ে তোলার পরিকল্পনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র বসু৷ আজাদ হিন্দ সঙ্ঘ তৈরি করেছিলেন তাঁর বাবা অমিয় নাথ বসু৷
advertisement

চন্দ্র বসু জানান, শরত্‍চন্দ্র বসুর ছেলে ও সুভাষচন্দ্র বসুর ভাইপো অমিয়নাথ বসু ১৯৭১ সালে একটি দল গঠন করেন৷ এই দলের নাম ছিল আজাদ হিন্দ সঙ্ঘ৷ অমিয় নাথ বসু ছিলেন লোকসভা সাংসদ৷ সম্প্রতি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহকে অসাম্প্রদায়িক নেতা আখ্যা দিয়ে বিতর্ক তৈরি করেন বিজেপি নেতা চন্দ্র বসু৷ এ হেন চন্দ্র বসু News18-কে বললেন, 'যখন আমি বিজেপি-তে যোগ দিলাম, আমি দলের শীর্ষস্থানীয় নেতা সিদ্ধার্থনাথ সিংকে বলেছিলাম, আমি একটি শর্তেই বিজেপি-তে যোগ দেব, যদি আমায় নেতাজির আদর্শকে মেনে কাজ করতে দেওয়া হয়৷ আমি বিজেপি নেতাদের বলেছিলাম, আজাদ হিন্দ মোর্চা যুব শাখার মাধ্যমে আমি দলের কাজ করতে চাই৷ বিজেপি-তে একাধিক মোর্চা রয়েছে, তাই আমি ভেবেছিলাম, নেতাজির আদর্শকে সঙ্গে নিয়ে কাজ করার এটাই ভালো উপায়৷'

advertisement

সমস্যাটা কোথায় হল? চন্দ্র বসুর কথায়, 'আমার পরিকল্পনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখে প্রথমে তাঁরা রাজি হয়েছিলেন৷ কিন্তু পরে আর কোনও সাড়া পাইনি৷ ওঁরা তখন আমায় পরামর্শ দিলেন, আজাদ শব্দটি তুলে তার জায়গায় জয় হিন্দ মোর্চা যুব শাখা নাম দিতে৷ ওঁদের বক্তব্য, আজাদ বা আজাদি শব্দটি বিতর্কিত৷ আমি তাতেও রাজি ছিলাম৷ কিন্তু তারপরেও আমার প্রস্তাব নিয়ে ওঁরা কোনও ইন্টারেস্ট দেখাননি৷ এ বার আজাদ হিন্দ সঙ্ঘকে আমি নিজেই ফের গড়ে তোলার পরিকল্পনা করছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কী ভাবে? চন্দ্র বসুর বক্তব্য, 'অমিত শাহ, নরেন্দ্র মোদির মতো আমিও বিজেপির একজন সিনিয়র নেতা৷ আমি বিজেপি-তেই থাকতে চাই৷ রাজ্য বিজেপির কয়েকটি ইস্যু ও আজাদ হিন্দ সঙ্ঘ নিয়ে কথা বলার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চেয়েছি৷ ২৩ জানুয়ারিকে জাতীয় দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার জন্যও আমি ওঁকে অনুরোধ করব৷ খুব শীঘ্রই আজাদ হিন্দ সঙ্ঘকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে৷ আমার মনে হয়, বাংলায় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শূন্যস্থান তৈরি হয়েছে৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সেই 'আজাদ হিন্দ সঙ্ঘ' পুনরুদ্ধার করতে চলেছেন চন্দ্র বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল