TRENDING:

Pahalgam Terror Attack: পূর্ব আবেদনে স্বীকৃতি পাননি! পহেলগাঁওয়ে বিতান অধিকারীর মৃত্যুর পর কেন্দ্রের পদক্ষেপ, স্ত্রী সোহিনীর বিরাট প্রাপ্তি

Last Updated:

Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে নিহত বাংলার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, জানিয়েছেন সুকান্ত মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পহেলগাঁও জঙ্গিহানায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার, আজ শনিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোহিনীকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছিলেন প্রয়াত বিতানের দাদা বিভূ অধিকারী। তাঁর আরও অভিযোগ, বছর দুয়েক আগে সোহিনী এবং তাঁর মা ভারতী রায়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলা এখনও বিচারাধীন। ইতিমধ্যেই ভারতী রায় বাংলাদেশ ফিরে গিয়েছেন। তবে ভারতে থেকে যান তাঁর মেয়ে।
পহেলগাঁওয়ে বিতান অধিকারীর মৃত্যুর পর  ভারতীয় নাগরিকত্ব পেলেন স্ত্রী সোহিনী রায়।
পহেলগাঁওয়ে বিতান অধিকারীর মৃত্যুর পর ভারতীয় নাগরিকত্ব পেলেন স্ত্রী সোহিনী রায়।
advertisement

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের মধ্যে ছিলেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে কলকাতায় নিজের বাড়ি এসে পরিবার নিয়ে জম্মু-কাশ্মীর গেছিলেন ঘুরতে। সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। আর এরপরই তাঁর দাদা সোহিনীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ কোন ভিটামিনের অভাবে মুখ ভরে যায় ব্রণ-অ্যাকনেতে? কীসের জন্য ত্বকে দাগ-ছোপ, কালচে প্যাচ? ঘাটতি মিটলেই চকচকে স্কিন

advertisement

বিভু দাবি করেন, “পরিচয় গোপন করে তাঁর ভাই, পেশায় আইটি কর্মী বিতানকে বিয়ে করেছিলেন সোহিনী। সোহিনীর দুটো জন্ম-শংসাপত্র। উনি আদতে বাংলাদেশের নাগরিক। পরে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিলেন। কিন্তু পরে প্রমাণ হয় সেগুলো ভুয়ো।” বিভু আরও জানান, “সোহিনী আগে বিতানের সঙ্গে আমেরিকায় থাকতেন। কিন্তু ২০২৩ সালের জানুয়ারি থেকে ভারতে রয়েছেন। কারণ, ফেব্রুয়ারি মাসে সোহিনীর ভারতীয় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।” যার বিরুদ্ধে এত অভিযোগ করেছিলেন, সেই সোহিনী অবশেষে নাগরিকত্ব পেলেন ভারতের।

advertisement

সুকান্ত মজুমদার বলেন, “বিতানবাবু, যাঁকে পহেলগাঁওয়ে মারা হয়েছিল, তাঁর স্ত্রী সোহিনী রায়কে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বহু আগেই বিবাহসূত্রে তিনি নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

অমিত সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pahalgam Terror Attack: পূর্ব আবেদনে স্বীকৃতি পাননি! পহেলগাঁওয়ে বিতান অধিকারীর মৃত্যুর পর কেন্দ্রের পদক্ষেপ, স্ত্রী সোহিনীর বিরাট প্রাপ্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল