TRENDING:

কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রীরামপুরে বাইক মিছিল সুকান্তর, 'ফাঁকা কলসি বাজে বেশি' বলে কটাক্ষ

Last Updated:

Kalyan Banerjee- Sukanta Majumder: শ্রীরামপুরে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন "এখন উনি রনে ভঙ্গ দিচ্ছেন। আমরাও তো দেখতে চাই, কত দম আছে। ফাঁকা কলসি বাজে বেশি।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীরামপুর: সুকান্তের বাইক মিছিল ঘিরে চলছিল সুকান্ত আর কল্যাণ তরজা। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন কল্যাণকে কটাক্ষ করে সুকান্ত বলেন, “এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা ভেবেছেন যে, তারা যাকে খুশি হুঁশিয়ারি দেবেন, আর তারা ভয়ে বাড়িতে ঢুকে যাবেন। কিন্তু সেই দিন যে আর নেই, তৃণমূলের নেতাদের হুমকি হুঁশিয়ারিতে যে আর কেউ ভয় পায় না, তা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে”।
কল্যাণ-সুকান্ত জোর তরজা৷
কল্যাণ-সুকান্ত জোর তরজা৷
advertisement

আরও পড়ুন: নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অঙ্গনওয়াড়ি কর্মীকে ধাক্কা বেপরোয়া ট্রাকের! পিষে গেলেন মহিলা

শুক্রবার সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে ‘ক্ষমতা থাকলে শ্রীরামপুরে আসুন’ বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি শ্রীরামপুর যাবেন বলে জানিয়ে দেন সুকান্ত মজুমদার। অবশেষে আজ সেই শ্রীরামপুরে গিয়ে পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বাইক নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রবেশ করেন তিনি। বাইক মিছিলের পরে একটি সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা গেল না, তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত।

advertisement

আরও পড়ুন: ঢাকায় বিমানবন্দরে বড় দুর্ঘটনা, দাউ দাউ করে আগুন! বন্ধ হয়ে গেল বিমান ওঠানামা

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে যে ফু দিয়ে ওড়ানোর কথা বলেছিলেন, সেই নিয়েও জবাব দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বুঝিয়ে দেন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেও সুকান্ত মজুমদারকে পরাজিত করতে পারেননি বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় তো চারবার গিয়েছিলেন। চারটি বিধানসভায় চারটি সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো বিধানসভায় দুটো সভা করেছিলেন। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসু নিজে সাত দিন বসেছিলেন, আরও অনেকে। তাদের নাম আমি নিচ্ছি না। তারা নাম নেওয়ার পর্যায়ে পড়ে না। এত জন মিলে চেষ্টা করার পরেও সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি। ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আগামী দিনেও এটা চালু থাকবে। এখন উনি রনে ভঙ্গ দিচ্ছেন। আমরাও তো দেখতে চাই, কত দম আছে। ফাঁকা কলসি বাজে বেশি।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ করে শ্রীরামপুরে বাইক মিছিল সুকান্তর, 'ফাঁকা কলসি বাজে বেশি' বলে কটাক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল