আরও পড়ুন: নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অঙ্গনওয়াড়ি কর্মীকে ধাক্কা বেপরোয়া ট্রাকের! পিষে গেলেন মহিলা
শুক্রবার সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে ‘ক্ষমতা থাকলে শ্রীরামপুরে আসুন’ বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি শ্রীরামপুর যাবেন বলে জানিয়ে দেন সুকান্ত মজুমদার। অবশেষে আজ সেই শ্রীরামপুরে গিয়ে পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বাইক নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রবেশ করেন তিনি। বাইক মিছিলের পরে একটি সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা গেল না, তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত।
advertisement
আরও পড়ুন: ঢাকায় বিমানবন্দরে বড় দুর্ঘটনা, দাউ দাউ করে আগুন! বন্ধ হয়ে গেল বিমান ওঠানামা
পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে যে ফু দিয়ে ওড়ানোর কথা বলেছিলেন, সেই নিয়েও জবাব দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বুঝিয়ে দেন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেও সুকান্ত মজুমদারকে পরাজিত করতে পারেননি বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় তো চারবার গিয়েছিলেন। চারটি বিধানসভায় চারটি সভা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো বিধানসভায় দুটো সভা করেছিলেন। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসু নিজে সাত দিন বসেছিলেন, আরও অনেকে। তাদের নাম আমি নিচ্ছি না। তারা নাম নেওয়ার পর্যায়ে পড়ে না। এত জন মিলে চেষ্টা করার পরেও সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি। ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আগামী দিনেও এটা চালু থাকবে। এখন উনি রনে ভঙ্গ দিচ্ছেন। আমরাও তো দেখতে চাই, কত দম আছে। ফাঁকা কলসি বাজে বেশি।”