কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোনে জানান "সুস্থ হলেই আপনার সঙ্গে বৈঠক করব।"এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান "উনার সঙ্গে ফোনে কথা হয়েছে। উনি এখনো সুস্থ হননি। উনি জানিয়েছেন সুস্থ হলেই তিনি আমার সঙ্গে বৈঠক করবেন।"
আরও পড়ুন: 'ফ্যাক্টরি তাড়ানো নেত্রী', মমতার টাটা-প্রসঙ্গে ফুঁসে উঠলেন দিলীপ ঘোষ!
advertisement
সম্প্রতি ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। প্রকল্পের কোন নাম বদল সেই অভিযোগ তুলে কেন্দ্র তরফে পাঠানো হয়েছে রাজ্যে পরিদর্শনকারী দল। ইতিমধ্যেই সেই দল রিপোর্ট জমা দেওয়ার পরেও বেশ কিছু বিষয় নিয়ে কেন্দ্র জানতেও চেয়েছে রাজ্যের থেকে। ইতিমধ্যেই তার রিপোর্টও রাজ্য পঞ্চায়েত দফতর পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে। কিন্তু তারপর থেকে কোন উত্তর না আসায় খানিকটা হতাশ প্রকাশ করেছিল রাজ্য। অবশেষে বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে ফোন করায় কিছুটা আশার আলো তৈরি করেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
আরও পড়ুন: বিরাট দল নিয়ে কলকাতায় ফের ইডি-র বড় অভিযান, ৩ জায়গায় হানা! চলছে চিরুণি তল্লাশি
সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত সচিব কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে সচিবের সঙ্গেও বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেই ১০০ দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনার একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এবার দুয়ারী সরকার কর্মসূচিতেও "১০০ দিনের কাজ" কর্মসূচিকে রাখা হয়নি। মনে করা হচ্ছে নভেম্বরের বৈঠক থেকে কিছু ইতিবাচক তথ্য আসতে পারে। তবে দিওয়ালির পরে কবে বৈঠক হবে তা অবশ্য এখনো নিশ্চিত করে জানায়নি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অবশ্য বলেন "দিওয়ালির পরেই বৈঠক হবে বলেই আশা করছি।"