আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। কোচবিহার জেলায় আজই পৌঁছে যাবে বাহিনী। জলপাইগুড়ি ও দার্জিলিং জেলাতেও আজ রাতের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে।
হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে রাজ্য নির্বাচন কমিশন। আর সেই কেন্দ্রীয় বাহিনী নিয়েই ফের বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেন, ‘‘ওরা যত পারে তত দিক। মানুষই ভোট দেবে। আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট।’’ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিহার যাওয়ার আগে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘কলকাতা পুলিশের সঙ্গে স্কটল্যান্ড পুলিশের তুলনা করা হয়। রাজ্য পুলিশও প্রশংসার সঙ্গে কাজ করে।’’
advertisement
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে গত সপ্তাহেই ডায়মন্ড হারবারে গিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনার প্রসঙ্গ তুলে এনেছিলেন। পাশাপাশি সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফ যে অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই প্রসঙ্গ তুলে গত সপ্তাহেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্ট দিয়েছিল ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, তার চেয়ে কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয় বরং তার চেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তার পরপরই রাজ্য নির্বাচন কমিশন বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করে।