TRENDING:

Central Drugs Standard Control Organisation: কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের, জাল ওষুধ নিয়ে অভিযোগ জানাতে QR কোড-সহ টোল ফ্রি নম্বর চালু

Last Updated:

কিউআর কোড-সহ টোল ফ্রি নম্বর চালু করল সিডিএসসিও বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাল ওষুধের রমরমা রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের। জাল ওষুধ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু। QR কোড-সহ টোল ফ্রি নম্বরে সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন। টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৩০২৪। সব রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ওষুধের দোকানে টোল ফ্রি নম্বরের পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জাল ওষুধের রমরমা রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের
জাল ওষুধের রমরমা রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের
advertisement

জাল ওষুধের থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে,অথচ অভিযোগ জানাবেন কোথায়? সেই নিয়ে নানা জল্পনা-কল্পনা ও দুশ্চিন্তা ছিল সাধারণ মানুষের মধ্যে! এবার সেই সমস্যা সমাধানে কিউআর কোড-সহ টোল ফ্রি নম্বর চালু করল সিডিএসসিও বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৩০২৪। প্রত্যেকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। রাজ্যের বিভিন্ন ওষুধ বিক্রির রিটেলার ও ডিস্ট্রিবিউটারদের অবিলম্বে দোকানে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টারে কিউআর কোড এবং টোল ফ্রি নম্বর থাকতে হবে, যাতে সাধারন মানুষের কোনও অভিযোগ থাকলে, তা সরাসরি জানাতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরতে পরতে ইতিহাস, দিঘার কাছেই রহস্যময় 'দারোগা মারা ভূঁইয়া'র জমিদার বাড়ি
আরও দেখুন

ইতিমধ্যেই, রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যে রাজ্যের প্রত্যেকটি ওষুধের দোকানে লাগাতে হবে সিডিএসসিও-এর জারি করা নোটিস ও তার সঙ্গে কিউআর কোড ও টোল ফ্রি নম্বর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Central Drugs Standard Control Organisation: কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের, জাল ওষুধ নিয়ে অভিযোগ জানাতে QR কোড-সহ টোল ফ্রি নম্বর চালু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল