জাল ওষুধের থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে,অথচ অভিযোগ জানাবেন কোথায়? সেই নিয়ে নানা জল্পনা-কল্পনা ও দুশ্চিন্তা ছিল সাধারণ মানুষের মধ্যে! এবার সেই সমস্যা সমাধানে কিউআর কোড-সহ টোল ফ্রি নম্বর চালু করল সিডিএসসিও বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
টোল ফ্রি নম্বর ১৮০০১৮০৩০২৪। প্রত্যেকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। রাজ্যের বিভিন্ন ওষুধ বিক্রির রিটেলার ও ডিস্ট্রিবিউটারদের অবিলম্বে দোকানে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টারে কিউআর কোড এবং টোল ফ্রি নম্বর থাকতে হবে, যাতে সাধারন মানুষের কোনও অভিযোগ থাকলে, তা সরাসরি জানাতে পারেন।
advertisement
ইতিমধ্যেই, রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যে রাজ্যের প্রত্যেকটি ওষুধের দোকানে লাগাতে হবে সিডিএসসিও-এর জারি করা নোটিস ও তার সঙ্গে কিউআর কোড ও টোল ফ্রি নম্বর।
