পাল্টা সিবিআইএর দাবি, অনুব্রতর মোবাইল গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক এভিডেন্স। অনুব্রত আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য, কার কার সঙ্গে কথা হত, গরু পাচার কারীদের সুবিধা প্রদানে কোনও কথোপকথন হত কি না, এই সব কিছু মোবাইল থেকে পাওয়া সম্ভব। অনুব্রত কিছু ডিলিট করলেও সেন্ট্রাল ফরেন্সিকে ল্যাবে পাঠালে তা পরিষ্কার জানা যাবে। সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তাঁর রাজনৈতিক ও সামাজিক যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি তদন্তে সহযোগিতা করেননি। সিবিআই হেফাজতেও তিনি তদন্তকারীদের সঙ্গে কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ। সেই প্রেক্ষাপট থেকে তাঁর মোবাইলের ডেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
advertisement
আরও পড়ুন: 'পার্থ-অনুব্রত-ববি চোর, আর আপনারা সাধু!', গ্রেফতারির পর এই প্রথম মমতার মুখে পার্থর নাম
আরও পড়ুন: পড়াশোনার অসহ্য চাপ, নিজের জীবন দিয়ে 'মুক্তি'র পথ খুঁজল দুর্গাপুরের দ্বাদশের ছাত্র!
তদন্তকারীদের দাবি, মোবাইল থেকে কিছু ডিলিট করে থাকলেও সেন্ট্রাল ফরেন্সিকে তা বোঝা যাবে রিপোর্ট মাধ্যমে। কার কার সঙ্গে তাঁর কথা হত? কল লিস্টে কার কার সঙ্গে যোগাযোগ? কারওর সঙ্গে হোয়াটস্যাপ চ্যাট ছিল কিনা? যা কিনা তদন্ত ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মোবাইলের তথ্য সিবিআইয়ের কাছে হাতিয়ার। যার থেকে একাধিক গুরুত্বপূর্ণ ডেটা পাওয়া যাবে। গরু পাচারে পাচারকারীদের সাহায্য প্রদান করতেন অনুব্রত মণ্ডল এমনটাই দাবি সিবিআইয়ের। তিনি বৃহৎ ষড়যন্ত্রে সামিল ছিলেন। সেই জায়গা থেকে অনুব্রতর মোবাইলের তথ্য পেলে তা সিবিআইয়ের কাছে তা হবে গুরুত্বপূর্ণ। তবে তা আসানসোল আদালত আগামী ১ সেপ্টেম্বর শুনানিতে নির্ধারিত হবে অনুব্রত মণ্ডলের মোবাইল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে কিনা।
ARPITA HAZRA