এ দিন সকালেই সিজিও-তে হাজিরা দিয়েছিলেন আর এক বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস৷ অভীকের মতো বিরূপাক্ষকেও ঘটনার দিন আরজি কর হাসপাতালের সেমিনার রুমে দেখা গিয়েছিল৷
আরও পড়ুন: গন্তব্য ছিল অমৃতসর, ভুল পথে চলে গেল কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেন! আধ ঘণ্টা পর হুঁশ ফিরল চালকের
আরজি কর কাণ্ডের সময় বর্ধমান মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন অভীক৷ ফলে ঘটনার দিন সকালে তিনি আরজি কর হাসপাতালে কী কারণে পৌঁছলেন, সেটা জানাই লক্ষ্য সিবিআই-এর তদন্তকারীদের৷ ঘটনার পরে অবশ্য অভীক দে-কে এসএসকেএম হাসপাতালে বদলি করা হয়৷ তবে আরজি কর কাণ্ডে নাম উঠে আসার পর থেকে কার্যত অন্তরালে ছিলেন অভীক দে৷
advertisement
বিতর্কিত এই চিকিৎসকের বিরুদ্ধে সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে পড়ুয়া এবং চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ, ঘুরপথে পছন্দ মতো পোস্টিং পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল৷