TRENDING:

রাজীব কুমারকে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজীবকুমারকে ফের নোটিস সিবিআইয়ের ৷ এডিজি সিআইডি রাজীব কুমারকে দ্বিতীয়বারের জন্য নোটিস ধরাতে ভবানী ভবনে সিবিআই ৷ রাজীবের আইনি রক্ষাকবচের মেয়াদ ফুরিয়েছে আগেই। গ্রেফতারি রক্ষাকবচ জোগাড়ে মরিয়া রাজীব কুমার এর আগে সাতদিন সময় চেয়েছিলেন ৷ সেই সময় দিতে নারাজ সিবিআই এদিনই ফের সিআইডির সদর দফতরে গিয়ে নোটিস দিয়ে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ নোটিস দেওয়ার উদ্দেশে সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব এদিন ভবানীভবনে আসেন ৷
advertisement

সোমবার সকাল ১০টায় হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে। গত রবিবার রাজীব কুমারের বাড়ি ও অফিসে নোটিস পৌঁছে দিয়েছিল সিবিআই। কিন্তু সোমবার সিজিও কমপ্লেক্সে যাননি রাজীব কুমার। বদলে সিআইডি অফিসারদের দিয়ে চিঠি পাঠায় সিবিআইকে। আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর রবিবারই রাজীব কুমারকে এডিজি সিআইডি পদে ফেরত আনে রাজ্য। সোমবার রাজীবের হয়ে ভবানীভবনের ২ অফিসার চিঠি পৌঁছে দেন সিবিআই অফিসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজীব কুমারকে দ্বিতীয়বার নোটিস সিবিআইয়ের