সারদা মামলায় রাজ্যের বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই সূত্রেই এই কাণ্ডে তাঁকে জেরা করা প্রয়োজন বলে বার বার দাবি করেছে সিবিআই৷ এর আগে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ২০১৯ সালে শিলংয়ে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন রাজীব কুমার৷ কিন্তু তার পরেও সারদা কাণ্ডে আরও তথ্য পেতে রাজীব কুমারকে জেরা করা প্রয়োজন বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷
advertisement
সম্প্রতি সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি হলফনামাও দিয়েছে সিবিআই।২৭৭ পাতার সেই হলফনামায় সিবিআই দাবি তুলেছে রাজীব বারংবার সারদার টাকা ও সুবিধে নেওয়া বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করেছেন।
রাজীবকে পেতে মরিয়া সিবিআই একটি টিম ২০১৯ সালে কলকাতায় আসে। রাজীব ধরা দেননি, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করারও অভিযোগ ওঠে রাজীবের বিরুদ্ধে। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে ওঠ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রাস্তায় নামলে। তাঁর ধর্নামঞ্চে রাজীব কুমারের উপস্থিতি নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছিল, রাজীব কাণ্ডের নিষ্পত্তি আজও হয়নি। মরিয়া সিবিআই কি আজ পারবে রাজীবকে জিজ্ঞাসাবাদের অনুমোদন জোগাড় করতে, জানতে মুখিয়ে সব পক্ষই।