TRENDING:

সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত সিবিআই কর্তা অভয় সিংয়ের বদলি

Last Updated:

সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত সিবিআই কর্তা অভয় সিং-এর বদলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা থেকে  সরানো হল সিবিআই কর্তা অভয় সিংকে। সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ছিলেন অভয়। বর্তমানে তাঁকে বদলি করা হল পটনায় । জানা গিয়েছে, সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্তানা কলকাতা সফরে আসেন। এবং তাপরই তারপরই অভয় সিংয়ের বদলির অর্ডার বের হয়। সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন অভয় সিং।
advertisement

অভয় সিংয়ের বদলি নিয়ে উঠছে নানান প্রশ্ন! আস্তানার অখুশির কারণেই কি এই বদলি? না রয়েছে অনয় কোনও কারণ?  সিবিআই আধিকারিকদের অবশ্য দাবি, অভয় নিজেই কলকাতা ছাড়তে চেয়েছিলেন। তাঁর চোখের সমস্যা হচ্ছিল। এই সমস্যার কারণেই তাঁকে পটনায় বদলি করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন- বধূ নির্যাতনের শিকার আইনজীবী, বাড়িতে আটকে রেখে মারধর করার অভিযোগ শ্বশুরবাড়ি বিরুদ্ধে

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সারদা, নারদাসহ একাধিক তদন্তের সঙ্গে যুক্ত সিবিআই কর্তা অভয় সিংয়ের বদলি