TRENDING:

Avijit Sarkar Murder Case: চার্জশিটে তৃণমূলের এক বিধায়ক, দুই কাউন্সিলরের নাম দিল সিবিআই! বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় বিরাট মোড়

Last Updated:

অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদহ আদালতে সাপ্লিমেন্টারি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২১ সালে নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় একজন তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার দু জন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই৷ বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ছাড়াও দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে৷
বিজেপি কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলর৷ প্রতীকী ছবি
বিজেপি কর্মী হত্যাকাণ্ডে বিপাকে তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলর৷ প্রতীকী ছবি
advertisement

অভিজিৎ সরকার হত্যা মামলায় শিয়ালদহ আদালতে সাপ্লিমেন্টারি জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই চার্জশিটেই নাম রয়েছে তৃণমূল বিধায়ক এবং দুই তৃণমূল কাউন্সিলরের৷ এ ছাড়াও এলাকার একাধিক তৃণমূল কর্মীর নাম রয়েছে সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে৷ সবমিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে জমা চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷

এই নিয়ে দ্বিতীয়বার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই৷ আদালত এই চার্জশিট গ্রহণ করেছে বলেই সিবিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ সেক্ষেত্রে বিধায়ক পরেশ পাল সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু হবে৷ যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়ক পরেশ পাল বা দুই তৃণমূল কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

advertisement

২০২১ সালে বিধাসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই ২ মে খুন করা হয় নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে৷ এই ঘটনায় এলাকার তৃণমূল নেতা এবং কর্মীদের বিরুদ্ধেই খুনের অভিযোগে সরব হয় নিহত অভিজিতের পরিবার৷ বেলেঘাটার বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে৷ প্রথমে এই ঘটনার তদন্তের দায়িত্বে ছিল কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশের চার্জশিটে ১৫ জন অভিযুক্তের নাম করা হয়েছিল৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্তভার হাতে নিয়ে সিবিআই ২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়৷ তাতে কলকাতা পুলিশের চার্জশিটে থাকা ১৫ জন সহ মোট ২০ জনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই৷ কয়েকদিন আগেই এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Avijit Sarkar Murder Case: চার্জশিটে তৃণমূলের এক বিধায়ক, দুই কাউন্সিলরের নাম দিল সিবিআই! বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় বিরাট মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল