অভিযোগকারী কাকলির বয়ান আগে নিয়েছিল সিবিআই। শান্তনু পন্ডার বয়ান নেয় সিবিআই। নিজাম প্যালেসে নির্ধারিত সময়ে এসে হাজির হন শান্তনু, সিবিআই সূত্রে খবর।এই মামলায় এর আগে , কাঁথি থানার তদন্তকারী অফিসার সহ মোট ছয় জন আধিকারিক তলব করেছিল সিবিআই। কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় পুলিশের ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে।কাঁথি থানার পুলিশ অধিকারিকদের থেকে জানতে চাওয়া হয়, রাম পন্ডাকে কেন গ্রেফতার?
advertisement
আরও পড়ুন: প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর'! এবার শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পর্ষদের
জোর করে কে বা কারা অভিযোগ করিয়েছিলন কাকলিকে দিয়ে? পুলিশের কী ভূমিকা ছিল? কী এভিডেন্সএর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল? জানতে চায় সিবিআই।এর আগে কাঁথির আইসি আমলেন্দু বিশ্বাসকে তলব করেছিল সিবিআই। এবার ফের শান্তনু পন্ডাকে তলব করল সিবিআই। তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে শান্তনু পন্ডা বয়ান রেকর্ড করেছিল সিবিআই। প্রসঙ্গত, কাঁথি শ্মশান সংস্কার টেন্ডার দুর্নীতির অভিযোগ হয় কাঁথি থানায়। সেই অভিযোগে গ্রেপ্তার হয় রাম পন্ডা।
আরও পড়ুন: পানশালার গায়িকাকে ফ্ল্য়াটে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, কসবায় ধৃত ব্য়ান্ডমাস্টার
সম্প্রতি কাকলি পন্ডা অভিযোগকারী হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় যে তিনি অভিযোগ করতে চাননি। প্রভাবশালী জোর করে তাঁকে অভিযোগ করতে বাধ্য করেন। এরপর হাই কোর্ট তদন্ত ভার সিবিআইকে দিয়ে দেয়। এবং এরপরই সক্রিয় ভূমিকা নেয় সিবিআই। সিবিআই অভিযোগকারিনীর বয়ান নেয়। এরপর তাঁর স্বামীর বয়ান নেয়। বুধবার তাঁকে ফের তলব করে সিবিআই। সেই অনুসারে তিনি এসে হাজির হন।অভিযোগকারিনীকে কোন পরিস্থিতিতে অভিযোগ করতে বাধ্য হলেন? পুলিশের ভূমিকায় কী ছিল সেটা নিয়েও জানার চেষ্টা করছে।