TRENDING:

Moloy Ghatak: মন্ত্রীর বাড়িতে ডাক পড়ল চাবিওয়ালার, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

Last Updated:

অন্যদিকে সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #আসানসোল ও কলকাতা: মলয় ঘটকের বাড়ির আলমারি, ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠালো সিবিআই৷ এ দিন সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই৷ আসানসোলের এই বাড়িতেই বর্তমানে থাকেন মলয় ঘটক৷ কলকাতা থেকে প্রতি সপ্তাহান্তে এই বাড়িতে আসেন মন্ত্রী৷
মলয় ঘটকের আসানসোলের এই বাড়িতেই হানা দেয় সিবিআই৷
মলয় ঘটকের আসানসোলের এই বাড়িতেই হানা দেয় সিবিআই৷
advertisement

অন্যদিকে সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷ এ দিন সকালে সেখানেও হানা দেন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা৷

আরও পড়ুন: সাতসকালে মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে সিবিআই হানা! তল্লাশি চলছে কলকাতাতেও

advertisement

সূত্রের খবর, আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন৷ কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থায় ছিল৷ যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেন মন্ত্রীর স্ত্রী৷ এর পরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা৷

এমন কি, বাড়ির চিলেকোঠার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷ আসানসোলে মলয় ঘটকের মোট তিনটি বাড়িতে সিবিআই তল্লাশি চালায়৷ সিবিআই তল্লাশি চলাকালীন মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থকরা৷  এ ছাড়াও কলকাতায় লেক গার্ডেন্সে মলয় ঘটকের বাড়িতেও হানা দেয় সিবিআই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও সিবিআই সূত্র মারফত অবশ্য জানা যায়, চাবিওয়ালা এনেও তালা খোলা যায়নি৷ শেষ পর্যন্ত ওই সমস্ত তালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন সিবিআই কর্তারা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Moloy Ghatak: মন্ত্রীর বাড়িতে ডাক পড়ল চাবিওয়ালার, কলকাতায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল