সিবিআই সূত্রে খবর, বীরভূম, বর্ধমান-সহ বেশ কিছু জায়গায় সরাসরি অনুব্রত মণ্ডলের বিনিয়োগ রয়েছে। বীরভূমে অনুব্রত মণ্ডলকে মেয়ে সুকন্যার নামে বেশ কয়েকটি রাইস মিল ও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, তারা সুকন্যা মণ্ডলের সম্পত্তির পুরো তথ্য হাতে পেতে চাইছেন। এক সিবিআই আধিকারিকের দাবি, গরু পাচার মামলায় এনামূল হক ও সতীশ কুমারদের জেরা করে জানা গিয়েছে বীরভূমকে কোরিডোর হিসেবে ব্যবহার করার সময় অনেক প্রভাবশালীর কাছে টাকা পৌঁছতে হয়েছে। এমনকি বেআইনি পাচারের টাকা ওই জেলায় লগ্নি হয়েছে। তাই গোয়েন্দারা সেই সকল টাকার হদিশ পেতে বিভিন্ন জনের সম্পত্তি সংক্রান্ত তথ্য পেতে চাইছেন।
advertisement
সপ্তাহ দুই আগে বীরভূমের এক রাইস মিলের মাসিক রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রে খবর, ওই রাইস মিলে বিনিয়োগ আছে অনুব্রত মণ্ডলের। সেই লগ্নির টাকা কোথা থেকে এল, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজীবকে।শুধু রাজীব নন, এবার সিবিআই র্যাডারে বীরভূমের এক এনজিও মালিক। তিনি আবার অনুব্রত ঘনিষ্ঠ। ওই এনজিও মালিকের বেশ কয়েকটি ইন্সস্টিটিউশন ও একটি বিএড কলেজ আছে। তা নিয়েও খোঁজ শুরু করেছে সিবিআই। মহম্মদ বাজারের একপাথর ব্যবসায়ী ও সিউড়ির এক পুলিস কর্মীও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। সূত্রের খবর, খুব শীঘ্রই এদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। তদন্তকারীদের দাবি, এদের তলবের প্রক্রিয়া শুরু হয়েছে।
AMIT SARKAR