#কলকাতা: আসুন কিছুক্ষণের জন্য O2 নিন , না এটা কোন বিজ্ঞাপনের ক্যাচ লাইন নয়, বাতাসে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমে আসছে দূষণের ছোবলে জেরবার শহর কলকাতা ৷ তাই একদিকে সবুজায়নের বার্তা আর অন্যদিকে অভিনব ভ্রাম্যমান অক্সিজেন পার্লার ৷ রাজপথ পরিক্রমা করে সচেতনতা বার্তা দিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
উত্তপ্ত পৃথিবী, বরফের চাদর গলছে ক্রমশ ধুলোয় ঢাকছে আকাশ বাতাস। এই পরিস্থিতিতে বিশ্ব এডস দিবসকে সামনে রেখে এডস মুক্ত সমাজ গড়ে তোলা এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে পথে নামল শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ একইসঙ্গে যেখানে দূষণে হাঁসফাঁস অবস্থা গোটা দেশের সেখানে ব্যতিক্রম নয় তিলোত্তমা ৷
advertisement
রবিবার শ্যামবাজার মোড় থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নাগরিকদের আরো বেশি করে সচেতন হওয়ার বার্তা নিয়ে পায়ে পা মেলালো অভিনব এই অক্সিজেন পার্লার ৷ এর সামনে এসে অনেক নাগরিকই কিছুটা হলেও শুদ্ধ বাতাস গ্রহণ করেন ৷ এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ভাবনা ৷ স্কুল কলেজের পড়ুয়া থেকে চিকিৎসক তথা নানান পেশার সঙ্গে যুক্ত নাগরিকেরা এদিনের সচেতনতামূলক পদযাত্রায় সামিল হয়ে এই বার্তাই দিলেন, বৃক্ষ নিধন নয়, আসুন সমাজের বন্ধু হয়ে আমরা বৃক্ষরোপণ করি ৷ যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ জীবন অতিবাহিত করতে পারে৷ ভ্রাম্যমান অক্সিজেন পার্লার নিঃসন্দেহে বর্তমান সময়ে এক অত্যন্ত জরুরী পদক্ষেপ ৷
শহরের বুক চিরে চলেছে মিছিল আর সেই মিছিলের মধ্য মনে একটি অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের ভিতরে রয়েছে অক্সিজেন সিলিন্ডার আর মাক্স ৷ পথচলতি অনেক মানুষকেই দেখা গেল, অক্সিজেন পার্লারের সামনে দাঁড়িয়ে প্রাণভরে শ্বাস নিতে ৷ বর্তমানে দূষণের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ৷ ফোর্ট উইলিয়াম হোক বা বালিগঞ্জ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল, দূষণের ছবিটা কমবেশি সব জায়গাতেই একই রকম ৷ আর এই মাত্রাতিরিক্ত দূষণের জেরে শরীরে বাসা বাঁধছে নানান ধরনের রোগ ৷ সবচেয়ে সমস্যায় পড়ছে শিশুরা ৷ কলকাতা শহরে ঘুরলেই দেখা মিলছে দূষণের ভয়াবহতা ৷ পরিবেশবিদদের মতে মহানগর আজ দূষণ নগরীতে পরিণত হয়েছে। তাই অক্সিজেন পার্লার এর মাধ্যমে প্রচার শহরের নাগরিকদের অনেকটাই সচেতন করবে বলেই মনে করছেন পরিবেশবিদরা