কলকাতা: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে যেভাবে ইডি তল্লাশি অভিযান চালালো তা ‘অনৈতিক‘। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে ইডি। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তবে, বসে নেই ইডিও। তারাও মামলা করছে হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আবেদন।
advertisement
হাইকোর্টে মামলায় কী চাইছে ED?
1. IPAC অভিযানে পুলিশি বাধা সরাতে হবে।
2. অভিযানের সময় লোপাট ফাইল ফেরত।
3. পুলিশ ও অন্যরা মিলে অভিযানস্থল থেকে লোপাট সমস্ত নথি ফেরত।
4. ইডি অফিসারদের বিরুদ্ধে সমস্ত মামলায় রক্ষাকবচ।
হাইকোর্টে মামলায় কী আবেদন তৃণমূলের?
1. ইডি অতিসক্রিয় হয়ে অভিযান।
2. দলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে ইডি।
3. তৃণমূলের দলের নথি ফেরত দিক ইডি।
4. এসআইআর, সংগঠন সংক্রান্ত নথি ফেরত দিক ইডি।
শুক্রবার দুপুর ২:৩০-টে একযোগে দুটি মামলার শুনানি হবে। জানালেন বিচারপতি শুভ্রা ঘোষ। দুপুর ২:৩০ একযোগে শুনানি হোক। মুখ্যমন্ত্রী নিজে অভিযান স্থলে চলে যান। পুলিশের বিরুদ্ধে ইডি আবেদন করেন ডিএসজি ধীরাজ ত্রিবেদী। ইডি-কে জরুরি মামলার অনুমতি বিচারপতির। মুখ্যমন্ত্রী ইডি অভিযানস্থলে ছিলেন সমাজমাধ্যমের ছবিতে স্পষ্ট। তাই তাঁকেও মামলায় সংযুক্ত করেছে ইডি।
এদিকে, প্রতীক জৈনের বাড়িতে গতকাল ডিসি সাউথ পৌঁছোনোর পর ইডি আধিকারিকদের সাথে তিনি যখন কথা বলছিলেন, পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে ইডির তরফে । সেই ভিডিও ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে উচ্চ পদস্থ আধিকারিক ও লিগ্যাল সেলের কাছে পাঠানো হয়েছে।
