পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের জন্য কম সময়সীমা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ সেই জোড়া মামলারই এ দিন রায় দান করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কিন্তু বিরোধীদের আর্জি খারিজ করে দিেয় পঞ্চায়েতের মনোনয়নের সময়সীমা বৃদ্ধি নিয়ে কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপে রাজি হল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
advertisement
বিরোধীদের পক্ষে অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিকে পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের আর্জিও জানানো হয়েছিল৷ সেই নির্দেশও খারিজ করে দিয়েছে আদালত৷
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে৷ হাইকোর্টে শুনানি চলাকালীন অবশ্য কমিশন জানিয়েছিল, হাইকোর্ট চাইলে একদিন মনোনয়ন জমার সময়সীমা বাড়ানো যেতে পারে৷ হাইকোর্ট এ দিন তাদের উপরেই আস্থা রাখার পর কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার৷