তদন্ত ঠিক মতো চলছে কিনা, দেখার জন্য একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিযুক্ত করবেন পুলিশ সুপার। আগামী বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকতে হবে তদন্তকারী অফিসার এবং সুপার কতৃর্ক নিযুক্ত উচ্চ পদস্থ আধিকারিককে। অবিলম্বে ভিসেরা পরীক্ষার জন্য পাঠাতে হবে।
আরও পড়ুন: আর এক সপ্তাহের মধ্যেই ইডি-র বিরাট অভিযান, বড় পূর্বাভাস দিলীপের! তোলপাড় বাংলা
advertisement
হাই কোর্ট এদিন আরও নির্দেশ দিয়েছে, মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তির ফোনে কথা হয়েছিল তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজনীয় সবার সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নিতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী র্যাগিং (Ragging) আটকানোর সব পরিকাঠামো খড়গপুর আইআইটিতে আছে কিনা, খতিয়ে দেখবে পুলিশ। হোস্টেলে সিসিটিভি আছে কিনা দেখবে পুলিশ। এক্ষেত্রে সবরকম সাহায্য করতে হবে খড়গপুর আইআইটিকে।
আরও পড়ুন: টেটে 'অনুত্তীর্ণ'দের জন্য বিরাট খবর, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় পড়ে রাজ্যে। বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের রহস্য মৃত্যু ঘটে। সিআইডি বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। খুনের অভিযোগ করেন পরিবারের সকলে। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন উল্লিখিত নির্দেশগুলি দিয়েছে কলকাতা হাই কোর্ট।