লেক টাউন থানার একটি দলিল জালিয়াতি মামলার চার্জশিট পড়ে এদিন কার্যত রুষ্ট হাইকোর্ট। পুলিশকে আবারও তদন্তের(Further Investigation) নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর পর্যবেক্ষণে বলেন, রাজ্যের CID তদন্তের ভারে ন্যুব্জ। CID-কে তদন্ত দিলে এখন পরিণাম CBI তদন্তের মতোই হবে। সিবিআই তদন্তের মতনই CID তদন্তে এখন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আর আশা করা যায় না।
advertisement
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “বিধাননগর পুলিশ কমিশনারেটের সব থানার জগাখিচুড়ি অবস্থা। আইনশৃঙ্খলা রক্ষা আর তদন্ত আলাদা ভাবে করার পরিকাঠামো এই মুহূর্তে নেই।
পুলিশের চাকরি নিলে তার প্রতি দায়বদ্ধ থাকতে হবে অফিসারেদের। পুলিশে বেতন নিলে কাজ করতে হবে। শহরে পুলিশ পোস্টিং নিয়ে কাজ করব না, এমনটা চলতে পারে না। এমন পুলিশের কাজকে রেয়াত করা হবে না।” একইসঙ্গে পকসো মামলার ক্ষেত্রে প্রচুর গড়বড় অবস্থার বিষয়েও কড়া মন্তব্য করে বিচারপতি বলেন, “আদালতের এমন পর্যবেক্ষণের পর যদি পুলিশ কাজ সঠিক না করে তাদের ফল ভুগতে হবে।’