জানা গিয়েছে, অভিযুক্ত ওই আইনজীবীর নাম অরুণাংশু চক্রবর্তী৷ এ দিন তাঁকে দোষী সাব্যস্ত করে চার দিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ৷
জানা গিয়েছে, ২০২২ সাল থেকে আদালত অবমাননার অভিযোগে আইনজীবী অরুণাংশু চক্রবর্তীর বিরুদ্ধে এই মামলা চলছিল৷ ওই আইনজীবী নিজেই নিজের হয়ে সওয়াল করেন৷ অন্যদিকে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ শেষ পর্যন্ত এ দিন ১৯৭১ সালের কনটেম্পট অফ কোর্ট আইনের ১৪ নম্বর ধারায় ওই আইনজীবীকে দোষী সাব্যস্ত করে চারদিনের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ৷ শেরিফকে ডেকে ওই আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি৷
advertisement
এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন ওই আইনজীবী৷ কিন্তু আগামিকাল এবং রবিবার আদালত বন্ধ৷ ফলে ওই আইনজীবী এই রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করলে বিশেষ শুনানির ব্যবস্থা হয় কি না, সেটাই দেখার৷