পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ ওঠে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। সেই সময় ২০ আগস্ট ২০২১ খুন হন বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। খুনের আগে একাধিকবার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
ওই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ ঘটনার পরে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তৃণমূলে যোগদানের জন্য চাপ দেয়। এরপরেই দুবার পুলিশ কর্মীরা বাড়িতে এসে তৃণমূলে যোগদানের জন্য শাসিয়েও যায় বলে অভিযোগ। মামলায় আরও অভিযোগ, খুনের পরের দিন পুলিশকর্মীরা বাড়িতে এসে সাদা কাগজে সই করিয়ে নিতে চায় এবং শ্রীকান্ত পাত্রের মৃত্যু দুর্ঘটনার কারণে হয়েছে বলে জানায়। থানা খুনের অভিযোগ নিতে অস্বীকার করে বলেও অভিযোগ ওই বিজেপি কর্মীর পরিবারের। এরপর ২৬-৮-২১ পরিবারের তরফ থেকে IC, SDPO, SP এবং CBI এর কাছে লিখিত অভিযোগ জানানো হয় বলে দাবি পরিবারের।
advertisement
যদিও কেউই কোন পদক্ষেপ করেনি বলে মামলায় দাবি। এমনকি এখনও পর্যন্ত নিদেনপক্ষে কোনও FIR দায়ের হয়নি বলেও দাবি। ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছেন SDPO। এমনটাই দাবি রাজ্যের। এই মামলায় আগামী সোমবার নির্দেশ দেবে আদালত।
আজ শুধু মন্তব্য করেন বিচারপতি। এত বড় অভিযোগে কোনও এফআইআর কেন দায়ের হয়নি তাই নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।
অর্ণব হাজরা