TRENDING:

Calcutta High Court: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগ! EDকে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Calcutta High Court: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগের অভিযোগ মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই পাঁচ জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে ED।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সারদা চিটফান্ড কায়দায় ‘ভুয়ো’ ডিরেক্টর নিয়োগের অভিযোগ মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই পাঁচ জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করবে ED। এমনটাই নির্দেশ বিচারপতির। শেরিফের প্রতিনিধিকে ৫ ডিরেক্টরকে আদালতে শেরিফের অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
advertisement

ডেল্টা লিমিটেড এবং ওড়িশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড- এই দুই সংস্থার ৫ ডিরেক্টরকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির মন্তব্য, দুই সংস্থা সম্পর্কে প্রায় কিছুই না এই পাঁচ ডিরেক্টর। পর্যবেক্ষণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কিছুই জানেন না এঁরা। সংস্থার আয় ব্যয় বা কার্য প্রণালী নিয়েও বিচারপতির কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। এরা সবাই জুট মিলের সুপারভাইজার থেকে ডিরেক্টর হয়েছেন। এমনকি কে এদের ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিয়েছেন সেটাও জানেন না।” এই পাঁচ জন এখনও কোনও অপরাধ করেনি বলে মনে হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেই মন্তব্য বিচারপতির।

advertisement

আরও পড়ুন : বিষের সমান…! ‘এইসব’ মাছ খাওয়া ছাড়ুন আজই…! পাকস্থলীতে গিয়ে বারোটা বাজাবে শরীরের! লিস্ট দেখে নিন

অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “এঁদের সাজিয়ে রেখে কেউ পিছন থেকে কাজ করছে। এদের বলির পাঁঠা করা হচ্ছে। এরা চাইলে পদত্যাগ করতে পারেন। এখনও এদের গ্রেফতার করার কোন প্রয়োজন নেই। এদের সম্মানহানি যেন না হয়।”

advertisement

আরও পড়ুন : বৃষ্টি নয়…! রোদ উঠতেই হঠাৎ…আবহাওয়ার অন্য খেলা দক্ষিণবঙ্গে! জেলায় জেলায় নতুন ‘সতর্কতা’! শীত বিদায়ের দিনক্ষণও বলে দিল IMD

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

প্রসঙ্গত, শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার বিচারে বসে প্রথম বড় কোনও নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২ ফেব্রুয়ারি থেকে নতুন বিচার্য বিষয়ের মামলার শুনানি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলায় ED কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে’র। ED র পাশাপাশি তদন্ত করবে SFIO (Special Fraud Investigation Office) এর আধিকারিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: সারদা চিটফান্ড কায়দায় 'ভুয়ো' ডিরেক্টর নিয়োগ! EDকে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল