এ দিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ লক্ষ্মী টুংগার দায়ের করা মামলায় এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
আরও পড়ুন: আজই সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, এসএসসি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ
advertisement
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়৷ পার্থ চট্টোপাধ্যায়ের নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ কারণ এত বড় মাপের দুর্নীতি নাম জড়ানো কেউ মন্ত্রিসভায় থাকুক, তা ভাল দৃষ্টান্ত তৈরি করে না৷
এসএসসি-র যে নজরদারি কমিটি ছিল, তার সদস্য হিসেবে এসএসসি-র উপদেষ্টা এস পি সিনহা সহ বাকি আধিকারিকদের আজ বিকেল চারটের মধ্যে সিবিআই-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিতে গিয়ে জানান, সিবিআই হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ না করলে সত্য সামনে আসবে না৷ এই সূত্রেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, স্বচ্ছ সমাজ ও মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী এবং রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের থেকে তিনি এই পদক্ষেপ প্রত্যাশা করেন ও সেই সুপারিশ করছেন বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷