ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে বিপর্যয় ঘটে বউবাজারে। ধসে পড়ে একের পর এক পুরোন বাড়ি। তারপর থেকেই মাটির তলায় আটকে টানেল বোরিং মেশিন চান্ডি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে, মাটির নীচে থমকে আরেকটি মেশিন উরবিও। উরবি সচল রয়েছে কিনা তা জানার অন্যতম উপায়, মেশিনটি চালিয়ে দেখতে হবে, সেটি আগের মতো মাটি কেটে এগোতে পারছে কি না। তাই গতি নিয়ন্ত্রণ করে উরবিকে পাঁচ মিটার এগোনর আর্জি জানিয়েছিল কেএমআরসিএল। সোমবার মেট্রোর সেই আর্জিতে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
‘উরবি’ এগোনর অনুমতি
- ৫ মিটার এগোন যাবে (টানেল বোরিং মেশিন) ‘উরবি’
- শিয়ালদহ স্টেশনের দিকে ‘উরবি’কে ৫ মিটার এগোন যাবে
- মেশিন এগোনর পর রিপোর্ট দিতে হবে হাইকোর্টে
- (মেশিনের উপরের অংশের) মাটি-সহ বিভিন্ন পরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে
- মেট্রোর রুট বদলের প্রয়োজন আছে কিনা তাও জানাতে হবে রিপোর্টে
- (KMRCL-কে) ১৬ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে
ইস্ট-ওয়েস্ট মেট্রোর আরেক টানেল বোরিং মেশিন চান্ডিও এখন মাটির তলায়। অচল মেশিন কীভাবে মাটি কেটে উপরে তোলা যায় তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেএমআরসিএলের বিশেষজ্ঞ কমিটি।
