কলকাতা: পূর্ব কলকাতা জলাভূমি এলাকার সংরক্ষিত জমির দাগ নম্বর জলাভূমি কতৃপক্ষের ওয়েবসাইটে ও সংবাদপত্রে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, জলাভূমি এলাকায় যে সব জমিতে নির্মাণের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই সমস্ত জমির দাগ নম্বরগুলি পূর্ব কলকাতা জলাভূমি কতৃপক্ষের ওয়েবসাইটে এবং ইংরেজি ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে।
advertisement
প্রায় ৫০৫ বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ। এর পাশাপাশি ২০০৬ সালের জলাভূমি সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবে কর্তৃপক্ষ।
নতুন কোনও বেআইনি নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ বা জলের সংযোগ দেওয়া যাবে না। বিচারপতির আরও নির্দেশ বেআইনি নির্মাণের বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট জমা দেবে জলাভূমি কর্তৃপক্ষ এবং রাজ্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি।
