উচ্চপ্রাথমিকের ১৪৩৩৯ পদে শিক্ষক নিয়োগের জন্য সম্প্রতি ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়। আর সেই ইন্টারভিউ তালিকাকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছিল হাইকোর্টে। তাঁদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম ভেঙে প্রকাশিত হয়েছে ইন্টারভিউ তালিকা। এরই প্রেক্ষিতে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করল আদালত। এরপর আজ আদালতে রীতিমতো স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করল হাইকোর্ট।
advertisement
এদিন বিচারপতি বলেন, 'স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কোন আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।' শুধু তাই নয়, বিচারপতির প্রশ্ন, '২০১৯-এর অক্টোবরে শিক্ষক নিয়োগ নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা মানা হয়নি কেন? নির্দেশ মেনে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়নি কেন?' বিচারপতির পর্যবেক্ষণ, ৫ বছরে কমিশন নিয়োগ করতে পারেনি, এই কমিশনকে বরখাস্ত করা উচিত। এদিনই উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় SSC চেয়ারম্যানকে তলব
করেছেন বিচারপতি। আজ দুপুরেই তাঁকে এজলাসে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়, ইন্টারভিউয়ের যে তালিকা তৈরি হয়েছে, তা বেনিয়মে ভরা। ন্যূনতম কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, তারও কোনও উল্লেখ করা নেই সাইটে। তাঁদের অভিযোগ, নিয়ম অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে না। অনেক পরীক্ষার্থীই বেশি নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। এরপরই আপাতত শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এদিন কমিশনকে রীতিমতো অপদার্থ বলে ভর্ৎসনা করলেন তিনি।