TRENDING:

থালায় সাজানো ভাত, পাঁচ ভাজা, দই-মিষ্টি-চাটনি, শহরে এমন কেক বানিয়ে তাক লাগাচ্ছে এই বেকারি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Simli Raha
advertisement

#কলকাতা: একটা বিশেষ দিন ৷ বিশেষ রঙে রঙিন ৷ নতুন আশা, নতুন স্বপ্ন আর এক গুচ্ছ ভালবাসা ৷ আর সেই ভালবাসার আদরে আর একটু মেখে, আর একটু চকোলেট-ভ্যানিলার এসেন্স জড়িয়ে, আরও খানিকটা নরম-তুলতুলে-ক্রিমি আস্বাদের মোড়কে সামনে সাজানো পেল্লায় এক কেক ৷ অতিথি, বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনরা সকলেই হুমড়ি খেয়ে পড়ছেন সেই কেকের উপর ৷ এমন অসাধারণ ভাবনাতে যে, কোনও কেক সেজে উঠতে পারে তা বোধহয় বিশ্বাসই করতে পারছেন না উপস্থিত অভ্যাগতরা ৷

advertisement

থিমড কেকশপ তো শহর কলকাতায় আজ অলিতে গলিতে গজিয়ে উঠেছে ৷ কিন্তু কেকের থিমকে যে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তা করে দেখাচ্ছেন তিন সন্তানের জননী শর্মিষ্ঠা দত্ত ৷ দুই সন্তান তাঁর বায়োলজিক্যাল চাইল্ড, আর একটি হল ‘কেক-এ-ডিয়াম ৷’ ছোট্ট ছানার মতোই পরম আদরযত্নে এক সময়ের প্রতিষ্ঠিত গ্রাফিক্স ডিজাইনার শর্মিষ্ঠা লালন করছেন ‘কেক-এ-ডিয়াম’কে ৷

advertisement

বিয়ের পর দুই সন্তান ৷ বাড়ি থেকে বাইরে গিয়ে কাজ করার উপায় ছিল না ৷ তাই গ্রাফিক্সের সমস্ত আইডিয়া এসে পড়ল কেকের ঘাড়ে ৷ কেক তৈরির মধ্যে দিয়েই ছোটবেলার ড্রয়িং ক্লাসের শিক্ষাগুলোও ঝালিয়ে নেওয়া শুরু হল ৷

advertisement

এখন নিত্য নতুন কেক বানাতে সবাই ভিড় জমাচ্ছে দিন দিন ৷ শর্মিষ্ঠার কাছে এসে নিজের পছন্দ দু-এক কথায় বুঝিয়ে দিলেই হল ৷ বাকি চিন্তাভাবনার দায়িত্ব তাঁর নিজের ৷ ডিজাইন, শেপ, নক্সা সবটাই নিজে মাথা খাটিয়ে বের করেন বছর চল্লিশের শর্মিষ্ঠা ৷

advertisement

এই তো সেদিন হৃদয়পুরের এক ভদ্রলোক এসে অন্নপ্রাশনের কেক-এর অর্ডার দিয়েছিলেন ৷ ব্যাস, শর্মিষ্ঠার মাথা থেকে বেরিয়ে এল ইউনিক এক আইডিয়া ৷ অন্নপ্রাশনকে এখন আর মুখেভাত বা অন্নপ্রাশন বললে মান থাকে না, রাইস সেরিমনি হলে বিষয়টা জমে... কিন্তু সেই ট্রেন্ডে গা না ভাসিয়ে শর্মিষ্ঠা হাঁটলেন উল্টো পথে ৷ এক্কেবারে খাঁটি বাঙালি খাবারে ভরে উঠল তাঁর সাজানো কেক ৷ এই বাঙালি থিমড অন্নপ্রাশনের কেক-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

ম্যাঙ্গো চকলেটে তৈরি এই কেকের ভিতরটা পুরো ফ্রেশ ক্রিমে তৈরি ৷ উপরের ডেকরেশনগুলো সুগার ক্লে দিয়ে তৈরি করেছেন শর্মিষ্ঠা ৷ এমন কেক দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা ৷ আপনি হয়তো ভাবছেন, এমন কেকের নিশ্চয়ই অনেক দাম হবে ৷ কিন্তু একেবারে সাধ্যের মধ্যেই কেক বানান শর্মিষ্ঠা ৷ ‘কেক-এ-ডিয়াম’-এর মালকিন জানাচ্ছেন, এই কেকটিতে পাউন্ড প্রতি খরচ হয়েছে ৫০০ টাকা ৷ ২ পাউন্ডের কেকের দাম পড়েছে ১ হাজার টাকা ৷ তবে উপরের নক্সাগুলি সাজায়ে তুলতে অতিরিক্ত ৫০০ টাকা নিয়েছেন তিনি ৷ অর্থাৎ গোটা কেকটার দাম পড়েছে দেড় হাজার টাকা ৷

শর্মিষ্ঠা বলছেন, কেউ যদি তাঁর কাছে এসে কেক অর্ডার দেন, অনেককেই তিনি বলেন অনুষ্ঠানের দিন যে ড্রেস পরবেন সেই ড্রেস পরে একটা ছবি পাঠাতে ৷ ছবি দেখে হুবহু সেই মডেলটাই কেকের উপর গড়ে তোলেন তিনি ৷

এর পাশাপাশি ‘কেক-এ-ডিয়াম’ অনাথ শিশুদের বস্ত্র বিতরণ, বৃদ্ধাশ্রমের আবাসিকদের কেক খাইয়ে সেলিব্রেট করার মতো সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পেয়ারা মাখা, ঝালমুড়ি মাখা অতীত! এবার বাজার কাঁপাচ্ছে রসগোল্লা মাখা, কেক মাখা!
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
থালায় সাজানো ভাত, পাঁচ ভাজা, দই-মিষ্টি-চাটনি, শহরে এমন কেক বানিয়ে তাক লাগাচ্ছে এই বেকারি