TRENDING:

Jadavpur University: যাদবপুর নিয়ে রাজ ভবনে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল, উপাচার্য নিয়োগে তৎপরতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন৷ ফলে উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ নষ্ট হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল৷
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল৷
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল৷
advertisement

আগামিকাল বিকেল পাঁচটায় রাজ ভবনে এই বৈঠক ডেকেছেন রাজ্যপাল৷ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা এবং বিশ্ববিদল্যায়ের ভিতরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়য়েই আলোচনা করতে রাজ্যপাল এই বৈঠক ডেকেছেন বলে রাজ ভবন সূত্রে খবর৷

গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে হস্টেলের সামনে থেকে প্রথম বর্ষের এক পড়ুয়ার বিবস্ত্র দেহ উদ্ধার হয়৷ পরে হাসপাতালে মৃত্যু হয় নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্রের৷ র‍্যাগিংয়ের কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ঘটনার তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র এবং দু জন দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতারও করেছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে৷ বিশ্ববিদ্যালয়ের ভিতরের নিরাপত্তাও প্রশ্নের মুখে৷ গত মার্চ মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেন সুরঞ্জন দাস৷ জুলাই মাসে অস্থায়ী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক অমিতাভ দত্তকে নিয়োগ করেন রাজ্যপাল৷ কিন্তু তিনিও গত ৪ অগাস্ট ইস্তফা দেন৷ এর পরেই প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটে৷ ছাত্র মৃত্যুর ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার জন্য আচার্য হিসেবে রাজ্যপালকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ সবমিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠাতেই দ্রুত আচার্য নিয়োগে তৎপর হলেন রাজ্যপাল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: যাদবপুর নিয়ে রাজ ভবনে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল, উপাচার্য নিয়োগে তৎপরতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল