TRENDING:

Rajya Sabha Bye Election: রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন ৯ অগাস্ট, ঘোষণা নির্বাচন কমিশনের

Last Updated:

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ (Rajya Sabha Bye Election) থেকে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ায় ফাঁকা হওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আগামী ৯ অগাস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ওই আসনে ভোটগ্রহণ হবে বলে কমিশন জানিয়েছে৷
advertisement

গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী৷ ২০২৬ সাল পর্যন্ত সাংসদ হিসেবে মেয়াদ ছিল তাঁর৷

কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ অগাস্ট৷ ৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে৷ ওই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে৷

advertisement

কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যসভার এই উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে করোনা বিধি যথাযথ ভাবে পালন করার জন্য একজন পদস্থ আধিকারিককে নিয়োগ করতে হবে৷ যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, তাই রাজ্যসভার ফাঁকা আসনে নির্বাচন সেরে ফেলার জন্য এটাই আদর্শ সময় বলে মনে করছে রাজ্য সরকারও৷ রাজ্য প্রশাসনের তরফে আগেই কমিশনকে নিজেদের সম্মতির কথা জানিয়ে দেওয়া হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যসভার উপনির্বাচনের পাশাপাশি রাজ্য বিধানসভার যে আসনগুলি বিধায়কশূন্য অবস্থায় রয়েছে, সেখানেও দ্রুত ভোট করিয়ে নেওয়ার পক্ষে রাজ্য৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও এই অনুরোধ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajya Sabha Bye Election: রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন ৯ অগাস্ট, ঘোষণা নির্বাচন কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল