হাওড়া থেকে মিলছে না যাদবপুর, গড়িয়া, বেহালা রুটের বাস। উত্তর কলকাতায় যাওয়ার যে কটি বাস পাওয়া যাচ্ছে তাতে বাদুড়ঝোলা ভিড়। এমনই অবস্থা বাস ধরতে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই৷ বাস স্ট্যান্ডের একাধিক জায়গায় ভিড়। বহু ক্ষেত্রেই যাত্রীরা জানাচ্ছেন, এমন দূর্ভোগ হবে আগে জানলে তারা এই দিন অফিসে আসতেন না। হাওড়া থেকে সল্টলেক যাবেন রুচিরা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় ঘণ্টা সরকারি বাসের জন্য অপেক্ষায় থেকেও মেলেনি বাস। একটি বেসরকারি রুটের বাস আসলেও, তাতে যা ভিড় তাতে ওঠা সম্ভব হয়নি। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন- আজ দিনভর কলকাতায় হালকা-মাঝারি বৃষ্টি, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
রাহুল কর্মকার। মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন। যাবেন নীল রতন সরকার মেডিক্যাল কলেজে ৷ মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বিপাকে তিনি। হাওড়া বাস স্ট্যান্ডে এসে তিনি বাসে ওঠার জন্য অপেক্ষা করছেন ৷ যদিও অসুস্থ মাকে নিয়ে বাসে ওঠার মতো পরিস্থিতি ছিল না৷ ফলে দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়া গতি নেই যাত্রীদের। বাসের সংখ্যা এত কম কেন? বেসরকারি বাস মালিকদের বক্তব্য, অশান্তির আশঙ্কায় তারা বাস নামাতে চাননি। বিজেপির কর্মসূচি মিটলে তবে বাস নামাবেন তারা। আর সরকারি বাস ? তাদের বক্তব্য পূর্ণ ক্ষমতার বাসই চালানো হচ্ছে। কিন্তু একাধিক রুটে যানজট থাকার কারণে যথাসময়ে বাস এসে স্ট্যান্ডে পৌঁচ্ছছে না ৷ তাই দীর্ঘ সময় ধরে অসুবিধার শিকার হতে হচ্ছে যাত্রীদের। অফিস ফেরত যাওয়ার সময় কী অবস্থা হবে তা নিয়ে শুরু যাত্রীদের চিন্তা।