একের পর এক নেতা খুন! ‘আইন-শৃঙ্খলার ভার কি শুধু ওসিদের উপর?’ গর্জে উঠলেন মমতা!
জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!
পরে পাশের একটি পেট্রোল পাম্প থেকে গ্যাস সিলিন্ডার ভিত্তিক ফায়ার এক্সটিঙ্গুইশার এনে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়। তাতেও সম্পূর্ণ আগুন নেভেনি, এখনও পকেট ফায়ারের মতো ছোট ছোট শিখা বাসের ভেতরে জ্বলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
advertisement
পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার জেরে নিউটাউন ডাউন টাউন এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে বড়সড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী ও স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা রুখতে বাসগুলির নিয়মিত ফিটনেস পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ জরুরি।