শরীরে প্রবল অক্সিজেনের ঘাটতি ছিল তাঁর। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য মেডিক্যাল টিম গঠন হয়েছে। পালমনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন সেই টিমে।
আরও পড়়ুন- নিচুতলায় প্রতিরোধ, আশার আলো সিপিএমে! কর্মীদের বাড়ি যাবেন নেতারা
শ্বাসকষ্টের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রস্রাবের সমস্যা রয়েছে। তবে এখন আগের থেকে তিনি কিছুটা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিআইএম নেতা রবীন দেব। তিনিই বেরিয়ে এসে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল।
advertisement
রক্তে অক্সিজেনের মাত্রা শতকরা ৮২-তে নেমে এসেছিল। ফলে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।
আরও পড়ুন- পদ হারালেন দিলীপ! ‘দুঃখ’ ভুলতে দিলীপকে দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ কুণালের
রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়ার কথা। তবে তিনি কখন যাবেন, তা এখনও জানা যায়নি।