ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২৯ জুলাই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ প্রথমে তাঁক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক হওয়ায় ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ এর পর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন তিনি৷
কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাড়াহুড়ো করতে চাননি চিকিৎসকরা৷ তবে বুধবার যে তিনি ছুটি পেতে পারেন, তা আগেই জানা গিয়েছিল৷
advertisement
এ দিনের উডল্যান্ড হাসপাতালের সিইও চিকিৎসক রূপালি বসু এবং চিকিৎসক সপ্তর্ষি বসু ও চিকিৎসক সৌতিক পণ্ডা জানান, বাড়ি ফেরার আগেই আজ হাসপাতালের বেডে পা ঝুলিয়ে বসানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ বেডের পাশে দাঁড়ও করানো হয়েছে তাঁকে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাল ভাবেই তা করতে পেরেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
তবে বাড়ি ফিরলেও কড়া পর্যবেক্ষণেই রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ বাড়িতেই থাকবে বাই প্যাপ যন্ত্র এবং পালস অক্সিমিটার৷ চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের নার্সিং টিমও তাঁর দেখাশোনা করবে৷ আপাতত রাইলস টিউব লাগানো থাকলেও খুব শিগগিরই তা খুলে ফেলা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
আগামিকালই যে তিন পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে ফিরছেন, সেই খবর দেওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকেও৷ চিকিৎসকরা জানাচ্ছেন, বাড়ি ফেরার খবরেই মন ভাল হয়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ এ দিনও হাসপাতালে গান শুনেছেন তিনি৷ বাড়ি ফেরার অপেক্ষায় খোশমেজাজেই রয়েছেন বুদ্ধদেব৷