পুরস্কার ফেরানো নিয়ে বিবৃতি দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, 'পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।'
কিন্তু নরেন্দ্র মোদি সরকারের থেকে বুদ্ধবাবু এই সম্মান গ্রহণ করবেন কি না, তা নিয়ে শুরু থেকেই সংশয় তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি
বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও একই ভাবে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ পুরস্কার ঘোষণার আগের দিন তাঁকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল৷ যা তিনি ভাল ভাবে নেননি বলেই শিল্পীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷
বুদ্ধদেব ভট্টাচার্য যে কেন্দ্রীয় সরকারের এই সম্মান ফিরিয়ে দিতে পারেন, পুরস্কার ঘোষণার পরই সেই ইঙ্গিত দিয়েছিলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের৷
আরও পড়ুন: বড় খবর! ফেব্রুয়ারিতেই ফের চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’, সময়সূচি জানাল নবান্ন...
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, 'বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী৷ এঁরা কোনও পদক বা পদের জন্য লালায়িত নন৷ তাঁরা সৎ রাজনীতিক৷ এই সম্মান প্রদানের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা আমি বলতে পারব না৷'
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, 'আমরা ওনার রাজনৈতিক মতাদর্শের বিরোধী৷ কিন্তু এই সিদ্ধান্তে প্রমাণিত হল যে বর্তমান কেন্দ্রীয় সরকার রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না৷'