মীনাক্ষীর কথায়, ‘‘৭ তারিখ ব্রিগেডে সমাবেশ৷ বেলা সাড়ে ১২টা থেকে সমাবেশ শুরু হবে৷ এই সময়কালে যাঁরা আক্রান্ত, যাঁরা শহিদ পরিবার, তাঁদের কাছে আমরা পৌঁছেছি৷ সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, প্রতিদিন যাঁরা কাজ করছেন, তাঁদেরও লড়াইয়ে পাশে পাওয়ার আবেদন জানাচ্ছি৷’’
advertisement
মীনাক্ষী জানান, আজ কলকাতার মোট ৭টি পয়েন্ট থেকে মিছিল আসবে ব্রিগেডের উদ্দেশে৷ খিদিরপুর মাজার, হাজরা রোড, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস, মল্লিক বাজার, সেন্ট্রাল মেট্রো, হাওড়া স্টেশন এবং শিয়ারদহ স্টেশন৷ এছাড়া, শহরতলি লাগোয়া কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনা থেকেও ব্রিগেড সমাবেশে কর্মী-সমর্থকেরা আসবেন বলে জানিয়েছেন মীনাক্ষী৷?
ব্রিগেডে ‘ইনসাফ সভা’ করা নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল কিছুদিন ধরেই৷ অবশেষে গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে মীনাক্ষী জানান, তাঁরা এই সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন৷ সমাবেশ শেষে গোটা সমাবেশের মোট খরচের পরিমাণও সর্বসমক্ষে আনার কথা ঘোষণা করেছেন মীনাক্ষী৷ তাঁর কথায়, ‘‘রাজ্যে যখন নিয়োগ থেকেশুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, তখন রাজনৈতিক স্বচ্ছতার জায়গা থেকে আমকা এই তালিকা প্রকাশ করব৷’’
আরও পড়ুন: কুয়াশায় আর হবে না ট্রেন লেট! এবার নতুন ডিভাইস ব্যবহার করতে শুরু করছে রেল, এল খবর
জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশের খরচ সংগ্রহে প্রথামতো পাড়ায় পাড়ায় শুধু কৌটো নিয়ে অর্থ সংগ্রহই নয়, কিউআর কোডও প্রকাশ করেছিল ডিওয়াইএফআই৷ এছাড়া, ভিনরাজ্যে যাতে পরিযায়ী শ্রমিকেরা সমাবেশের অংশ হতে পারেন, সেজন্য লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনও৷ কেরল ও কর্ণাটকে এই ব্যবস্থা করা হয়েছে৷ সেখান থেকে তাঁরা এই সমাবেশের জন্যে অর্থ সাহায্য পেয়েছেন বলেও জানিয়েছেন মীনাক্ষী৷
গত ৫০ দিন ধরে কার্যত মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘মুখ ’ করেই জেলায় জেলায় ইনসাফ যাত্রা করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াই এফআই৷ যার শেষ ইনসাফ সভা ব্রিগেডে হতে চলেছে আজ রবিবার৷ ব্রিগে়ডে তৈরি হয়েছে ৩২ ফুট/ ২৪ ফুটের একটি মূল মঞ্চ। সেখানেই থাকবেন প্রধান অতিথিরা। এছাড়াও, মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে ৪০ ফুট/৪০ ফুটের দু’টো আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে।