যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, তাঁরা মার্চ মাসের বেতন পেয়েছেন৷ কিন্তু এপ্রিল মাস থেকে তাঁরা আর বেতন তাঁরা পাবেন কি না, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা নিয়েই বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে৷ এ দিন আমাদের স্যালারি পোর্টাল খুলে দেওয়া হয়েছে৷ বেতন দেওয়া হবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে৷
advertisement
আরও পড়ুন: কান, চোখ নষ্ট হলে কে দায় নিত? শিক্ষককে লাথি মারা এসআই রিটন দাসের পাশে দাঁড়ালেন নগরপাল
শিক্ষকদের বেতন নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বললে তা সুপ্রিন কোর্টের নির্দেশের অবমাননা হতে পারে৷ রাজ্য সরকার, এসএসসি নির্দেশের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ ১৭ তারিখ তার শুনানি আছে৷ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় আমাদের দেখি৷ আমরা সর্বাত্মক ভাবে রিভিউ পিটিশনও করছি৷ শিক্ষকরাও তাই করছেন৷ রিভিউ পিটিশনের ফল নিয়েও আমরা আশাবাদী৷’
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের কথা ভেবেই যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ যদিও চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত তাঁরা স্কুলে যেতে পারবেন না৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘ওদের দাবির সঙ্গে আমাদের মৌলিক কোনও বিরোধ নেই৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় আইনি পরামর্শ ছাড়া আমরা কোনও কাজই করতে পারব না৷ ওদের দাবি সবই ন্যায়সঙ্গত৷ সিবিআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা আছে৷ ওয়েবসাইটে সেই তালিকা তুলে দিতেও আমাদের কোনও সমস্যা নেই৷ এক দেড় সপ্তাহের মধ্যেই আমরা এর নিষ্পত্তি করতে পারব৷ আইনি পরামর্শ নিয়ে ২২ লক্ষ ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশেও আমাদের আপত্তি নেই৷’