TRENDING:

‘একবার ঢুকতে দিন, সামনে মেয়ের বিয়ে, শাড়ি-গয়নাটুকু বের করে নিই’, বউবাজারে বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আর্তি

Last Updated:

এমন সময়েই মাথায় ভাঙল আকাশ ৷ মেট্রোর টানেল খোঁড়ার জেরে আচমকায় ধসে পড়ল নতুন রঙ হওয়া ১৩ এ নম্বরের শীল বাড়ি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাড়ির গায়ে সদ্য পড়েছিল রঙের পোঁচ ৷ গত একবছর ধরে চলছিল প্রস্তুতি ৷ বাড়ির ছোট মেয়ের বিয়ে উপলক্ষে চলছিল জোর প্রস্তুতি ৷ শপিং, গয়না গড়ানোর পাশাপাশি চলছিল বাড়ি মেরামতি ও সারানোর কাজ ৷ এমন সময়েই মাথায় ভাঙল আকাশ ৷ মেট্রোর টানেল খোঁড়ার জেরে আচমকায় ধসে পড়ল নতুন রঙ হওয়া ১৩ এ নম্বরের শীল বাড়ি ৷ চোখের নিমেষে ধুলোয় মিশে গেল তিনপুরুষের ভিটে সঙ্গে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ল বিয়ের জন্য কেনা নতুন শাড়ি, বেনারসী, গয়না সহ আরও যে কত কিছু ৷
advertisement

বিয়ের বাকি আর চারমাস ৷ তার মাঝেই এমন ঘটনায় গুলিয়ে গিয়েছে সব হিসেব ৷ মেয়ের বিয়ের আনন্দে মশগুল ছিলেন ১৩ এ দুর্গা পিতুরী লেনের বাসিন্দারা ৷ আর আজ চিন্তা মাথার ছাদ নিয়ে ৷ মঙ্গলবার সকাল থেকে অস্তিত্বই নেই ১৩ এ দুর্গা পিতুরী লেনের ৷ এক সপ্তাহ আগেই নতুন গোলাপী রঙের বাড়ি ছিল যেখানে আজ সেখানে স্বপ্নের ধংসস্তুপ ৷ এক কাপড়ে বেরিয়ে আসার সময় নিতে পারেননি শেষ সম্বলগুলোও ৷ সেন্ট্রাল অ্যাভিনিউর এক হোটেলের ঘরে বসে শীল পরিবারের আর্তি যাতে মেয়ের বিয়ের জিনিসগুলি যদি উদ্ধার করা যায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আগামী ২২ জানুয়ারি এবাড়ির বাসিন্দা এম.এ ছাত্রী তৃষা শীলের বিয়ে ঠিক হয়েছে ৷ সে নিয়েই এখন গোটা পরিবারের চিন্তিত ৷ বিয়ের জন্য কেনা লক্ষাধিক টাকার গয়না শাড়ি ছাড়াও বিয়ের খরচ বাবদ জমা করা ১২ লক্ষ নগদ টাকাও এখন ধ্বংসস্তূপের নীচে অরক্ষিত ৷ মাথার ছাদ কবে ফিরবে তার ঠিক নেই কিন্তু আপাতত মেয়ের বিয়েটা ঠিকভাবে দেওয়া নিয়েই সংশয়ে পরিবার ৷ একবার কোনওভাবে ধ্বংসস্তুপে ঢুকতে দেওয়ার আর্জি জানাচ্ছেন তারা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘একবার ঢুকতে দিন, সামনে মেয়ের বিয়ে, শাড়ি-গয়নাটুকু বের করে নিই’, বউবাজারে বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আর্তি