বিয়ের বাকি আর চারমাস ৷ তার মাঝেই এমন ঘটনায় গুলিয়ে গিয়েছে সব হিসেব ৷ মেয়ের বিয়ের আনন্দে মশগুল ছিলেন ১৩ এ দুর্গা পিতুরী লেনের বাসিন্দারা ৷ আর আজ চিন্তা মাথার ছাদ নিয়ে ৷ মঙ্গলবার সকাল থেকে অস্তিত্বই নেই ১৩ এ দুর্গা পিতুরী লেনের ৷ এক সপ্তাহ আগেই নতুন গোলাপী রঙের বাড়ি ছিল যেখানে আজ সেখানে স্বপ্নের ধংসস্তুপ ৷ এক কাপড়ে বেরিয়ে আসার সময় নিতে পারেননি শেষ সম্বলগুলোও ৷ সেন্ট্রাল অ্যাভিনিউর এক হোটেলের ঘরে বসে শীল পরিবারের আর্তি যাতে মেয়ের বিয়ের জিনিসগুলি যদি উদ্ধার করা যায় ৷
advertisement
আগামী ২২ জানুয়ারি এবাড়ির বাসিন্দা এম.এ ছাত্রী তৃষা শীলের বিয়ে ঠিক হয়েছে ৷ সে নিয়েই এখন গোটা পরিবারের চিন্তিত ৷ বিয়ের জন্য কেনা লক্ষাধিক টাকার গয়না শাড়ি ছাড়াও বিয়ের খরচ বাবদ জমা করা ১২ লক্ষ নগদ টাকাও এখন ধ্বংসস্তূপের নীচে অরক্ষিত ৷ মাথার ছাদ কবে ফিরবে তার ঠিক নেই কিন্তু আপাতত মেয়ের বিয়েটা ঠিকভাবে দেওয়া নিয়েই সংশয়ে পরিবার ৷ একবার কোনওভাবে ধ্বংসস্তুপে ঢুকতে দেওয়ার আর্জি জানাচ্ছেন তারা ৷