TRENDING:

Bowbazar: ৬ মাসের মধ্যে বউবাজার সমস্যার সমাধান! ধর্মতলা থেকে হাওড়া শুরু 'ডিপ ফ্রিজিং'

Last Updated:

Bowbazar: মেট্রো রেলের আশা, এবারে আর কোনও সমস্যা হবে না। বিদেশ থেকে আনা প্রযুক্তির সাহায্যে এবার বউবাজারে মাটির তলায় কাজ হচ্ছে। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হল আগামী ছ'মাস। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কখনও টানেলে ধস, কখনও মাটিতে ফাটল, তার জেরে বাড়িতেও ফাটল। নানা সময় নানা কারণে বউবাজারে বারবার থমকে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। মেট্রো সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। KMRCL সূত্রে খবর, এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা সম্ভব হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ
advertisement

আপাতত একটি সুড়ঙ্গ ব্যবহার করা হচ্ছে। তবে ওয়েলিংটন জুড়ে যে কাজ বাকি আছে, তা অত্যন্ত দ্রুত শেষ করতে চায় মেট্রো কর্তৃপক্ষ৷ আপাতত তারা লক্ষ্য স্থির করেছে আগামী ৬ মাসের মধ্যে পুরোপুরি বউবাজার সমস্যার সমাধান করবে।পরপর ৩ বার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বিপর্যয়। মাটির চরিত্রও বদলে গিয়েছিল বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তারপর থেকে সেখানে মাটি শক্ত করার কাজ হয়েছে। কখনও সুড়ঙ্গপথে হু হু করে ঢুকছে জল। কখনও আলগা হয়ে যাচ্ছে মাটি। আর তার জেরেই একাধিক বাড়িতে ফাটল হয়েছে। বারবার আশ্রয় হারা হয়েছে অসংখ্য পরিবার।

advertisement

মেট্রো রেলের আশা, এবারে আর কোনও সমস্যা হবে না। বিদেশ থেকে আনা প্রযুক্তির সাহায্যে এবার বউবাজারে মাটির তলায় কাজ হচ্ছে। ১৬০ বছর আগের এই প্রযুক্তিতে ভূগর্ভে থাকা জল ফ্রিজ করে দিয়ে নির্মাণকাজ চলবে। এই আবহে মাটির ওপরে ধসের সম্ভাবনা কম। জানা গিয়েছে, ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনকে ভূগর্ভে ঢুকিয়ে দিয়ে জল ফ্রিজ করে দেওয়া হবে। এই পদ্ধতির নাম – ‘গ্রাউন্ড ফ্রস্ট’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

মেট্রোর কাজের জন্য বউবাজারে প্রথমবার ধস নেমেছিল ২০১৯ সালের ৩১ অগাস্ট। সেই আতঙ্ক ফিরে আসে ২০২২ সালের ১১ মে। সেবছরই ১৪ অক্টোবর ফের ধস দেখা দেয় বউবাজারে। মাটির তলায় জল থাকায় মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। এখনও পর্যন্ত এত বছরে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজারের ৭০টি বাড়ি। বউবাজারের কাজ সম্পূর্ণ না হলে বাড়ি তৈরিও করা যাবে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bowbazar: ৬ মাসের মধ্যে বউবাজার সমস্যার সমাধান! ধর্মতলা থেকে হাওড়া শুরু 'ডিপ ফ্রিজিং'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল